TRENDING:

Murshidabad News: বিপদে এবার শিশুরা নিজেই দেবে যোগ্য জবাব, সপ্তাহে তিন দিন বিনামূল্যে শেখানো হবে মার্শাল আর্ট! পুলিশের বড় উদ্যোগ

Last Updated:

Murshidabad News: সাগরদীঘিতে ক্যারাটে প্রশিক্ষণ। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা একটি বড় প্রশ্ন। দিন দিন সমাজে নানা ধরনের অপরাধ বেড়ে চলেছে। সেই কারণে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাই এবার সাগরদীঘিতে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ। জঙ্গিপুর পুলিশ জেলার প্রয়াসে এবং সাগরদিঘী থানার উদ্যোগে সাগরদিঘীতে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ শিবির।
advertisement

সাগরদিঘীতে ফিতে কেটে কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অমিত কুমার সাউ। শিশু ও নারী সুরক্ষা এবং আত্মরক্ষার্থে জঙ্গিপুর পুলিশ জেলার এই উদ্যোগ। সাগরদিঘীতে সপ্তাহে তিন দিন করে এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণও হবে। জঙ্গিপুর পুলিশ জেলার এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

advertisement

আরও পড়ুন: ঘন কুয়াশায় পথ ভুলে দুই জেলা সফর, রাতভর উৎকণ্ঠার পর হাতির দল ফিরল ঘরে! জয়ের হাসি জলদাপাড়ায়

উপস্থিত ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ, এসডিপিও প্রবীর মন্ডল, ডিএসপি ডি আই বি পিন্টু সরকার সহ একাধিক পুলিশ আধিকারিক। আগামী দিনে স্থানীয় ছেলেমেয়েদের ক্যারাটে ও কম্পিউটার পারদর্শী করতেই পুলিশের এই উদ্যোগ। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, শিশুদের ভবিষ্যতের কথাও ভাবা আমাদের দায়িত্ব।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মেক্সিকান চাওমিন বিক্রি করে পথকুকুরদের সেবা! খাদ্য মেলায় খুদে পড়ুয়ার মন ভাল করা কাজ
আরও দেখুন

তাই ক্যারাটে প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণকে অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে রাখা হয়েছে। ছোট ছোট শিশুদের চোখে ছিল শেখার আগ্রহ। কেউ প্রথমবার ক্যারাটের নাম শুনেছে, কেউ আবার আগে থেকেই আগ্রহী। প্রশিক্ষণের শুরুতেই প্রাথমিক আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে। কীভাবে বিপদের সময় নিজেকে সামলাতে হয়, সেটাই ছিল প্রশিক্ষণের মূল বিষয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বিপদে এবার শিশুরা নিজেই দেবে যোগ্য জবাব, সপ্তাহে তিন দিন বিনামূল্যে শেখানো হবে মার্শাল আর্ট! পুলিশের বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল