মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, বহরমপুরে ডিস্ট্রিক হেড কোয়ার্টার থেকে ৮০টি মোবাইল প্রকৃত মালিকদের ফিয়ে দেওয়া হয়েছে। অপারেশন প্রয়াসের মাধ্যমে ২০২২ সালে ১৯১২টি, ২০২৩ সালে ১৭৪২টি, ২০২৪ সালে ১৬৭৩টি এবং ২০২৫ সালে ২৮৩১টি, সব মিলিয়ে চার বছরে মোট ৮১৫৮টি মোবাইল উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হওয়া ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের।
advertisement
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলে বিশেষ নজর থাকে সাইবার পুলিশের টিমের। ওই মোবাইল ব্যবহার করা শুরু করলেই সাইবার টিমের কাছে সেই তথ্য চলে আসে এবং সহজেই মোবাইলটি ট্র্যাক করে উদ্ধার করতে সফল হয় পুলিশ।
মঙ্গলবার অপারেশন প্রয়াসের মাধ্যমে উদ্ধার হওয়া হরিহরপাড়া থানার ২০টি, নওদা থানার ২০টি, জলঙ্গি থানার ১০টি, রেজিনগরে ২০টি, রানিনগরে ২৬টি, রানিতলায় ১৪টি, দৌলতাবাদে ১০টি, ডোমকলে ১৬টি, খড়গ্রামে ১৪টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
