রবিবার কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বিপুল পরিমাণ সামগ্রী। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডে।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুলিয়ান দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে দোকানের একাধিক জামা-কাপড়-সহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি। অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। বিধায়ক আমিরুল ইসলাম এবং ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। এদিকে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান সিভিক ভলান্টিয়ার মানারুল হক। কর্তব্যরত অবস্থায় অত্যাধিক ধোঁয়ার ফলে সেখানে অসুস্থ হয়ে পড়েন মানারুল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাকে তড়িঘড়ি উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ডিউটিরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে সামশেরগঞ্জ থানায়।






