TRENDING:

Civic Volunteer Death: আগুন নেভাতে গিয়ে সর্বনাশ! ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, সামশেরগঞ্জ থানায় শোক

Last Updated:

Murshidabad Civic Volunteer Death: কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। পুলিশ সূত্রে জানা যায়, মৃত পুলিশ ভলান্টিয়ারের নাম মানারুল হক ( ৪২)। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার সাহেবনগরে। সামশেরগঞ্জ থানায় কর্তব্যরত ছিলেন তিনি।
সামশেরগঞ্জে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের 
সামশেরগঞ্জে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের 
advertisement

রবিবার কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বিপুল পরিমাণ সামগ্রী। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডে।

আরও পড়ুনঃ পাহাড়ি চা বাগানের ঢালে ১৫০ বছরের পুরনো বাংলো! শিলিগুড়ি থেকে ঘণ্টা দেড়েকের পথ, নিরিবিলিতে উইকেন্ড ট্রিপের সেরা ডেস্টিনেশন

advertisement

স্থানীয় সূত্রে জানা যায়,  ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুলিয়ান দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে দোকানের একাধিক জামা-কাপড়-সহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে আবর্জনার পাহাড়! দূষণ-দুর্গন্ধে টেঁকা দায়, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে চাপান উতোর

দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি। অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  সামশেরগঞ্জ থানার পুলিশ। বিধায়ক আমিরুল ইসলাম এবং ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। এদিকে  কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান সিভিক ভলান্টিয়ার মানারুল হক। কর্তব্যরত অবস্থায় অত্যাধিক ধোঁয়ার ফলে সেখানে অসুস্থ হয়ে পড়েন মানারুল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

তাকে তড়িঘড়ি উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ডিউটিরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে  সামশেরগঞ্জ থানায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Civic Volunteer Death: আগুন নেভাতে গিয়ে সর্বনাশ! ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, সামশেরগঞ্জ থানায় শোক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল