TRENDING:

Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে প্রকৃতি বাঁচানোর সংকল্প! সুন্দরবন ও আরাবল্লী রক্ষার বার্তায় বসিরহাটে ম্যারাথন, দেখুন

Last Updated:

Republic Day 2026: সুন্দরবন ও আরাবল্লী পর্বত রক্ষার বার্তা দিয়ে বসিরহাটে ম্যারাথন দৌড়। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বসিরহাটে অনুষ্ঠিত হল ম্যারাথন। দৌড়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবন ও আরাবল্লী পর্বত রক্ষার বার্তা দিয়ে বসিরহাটে ম্যারাথন দৌড়। পরিবেশ রক্ষার জোরালো বার্তা নিয়ে প্রজাতন্ত্র দিবসে বসিরহাটে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই ম্যারাথনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
advertisement

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বসিরহাটের রঘুনাথপুর থেকে বোর্ড ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথ জুড়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। দৌড়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা। সকলে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সুন্দরবন ও আরাবল্লী পর্বত রক্ষার আহ্বান জানান।

আরও পড়ুনঃ ‘আমরা নারী, আমরা পারি’! গ্রামের বয়স্কদের প্রতি মানবিকতার হাত বাড়ালেন মহিলারা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, দৃষ্টান্ত পুরুলিয়ায়

advertisement

উদ্যোক্তাদের দাবি, সুন্দরবন যেমন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখে পড়েছে, তেমনই আরাবল্লী পর্বতও নির্বিচারে খনন ও দখলের ফলে বিপন্ন হয়ে উঠছে। এই দুটি প্রাকৃতিক সম্পদ রক্ষা করা শুধু সংশ্লিষ্ট এলাকার নয়, গোটা দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের পর্যটনে নয়া মুকুট! প্রজাতন্ত্র দিবসে উড়ল ৫০ ফুটের বিশালাকার জাতীয় পতাকা
আরও দেখুন

তাঁদের বক্তব্য, বিজ্ঞানমনস্ক চিন্তা ও সচেতনতার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব। আর সেই লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে পরিবেশ আন্দোলনের রূপ নেবে এবং সাধারণ মানুষকে প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত করবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে প্রকৃতি বাঁচানোর সংকল্প! সুন্দরবন ও আরাবল্লী রক্ষার বার্তায় বসিরহাটে ম্যারাথন, দেখুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল