২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বসিরহাটের রঘুনাথপুর থেকে বোর্ড ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথ জুড়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। দৌড়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা। সকলে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সুন্দরবন ও আরাবল্লী পর্বত রক্ষার আহ্বান জানান।
advertisement
উদ্যোক্তাদের দাবি, সুন্দরবন যেমন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখে পড়েছে, তেমনই আরাবল্লী পর্বতও নির্বিচারে খনন ও দখলের ফলে বিপন্ন হয়ে উঠছে। এই দুটি প্রাকৃতিক সম্পদ রক্ষা করা শুধু সংশ্লিষ্ট এলাকার নয়, গোটা দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের বক্তব্য, বিজ্ঞানমনস্ক চিন্তা ও সচেতনতার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব। আর সেই লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে পরিবেশ আন্দোলনের রূপ নেবে এবং সাধারণ মানুষকে প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত করবে।





