TRENDING:

Madhyamik Examination 2026: একদিন পরেই মাধ্যমিক! পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বিশেষ ব্যবস্থা! জলপাইগুড়িতে প্রস্তুত ৩০টিরও বেশি বাস

Last Updated:

মাধ্যমিকের আগে জলপাইগুড়িতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে SDO ও জেলা আধিকারিকরা। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষাই প্রশাসনের মূল লক্ষ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাধ্যমিকের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে! হাতে আর মাত্র একদিন। তারপরই শুরু হতে চলেছে ছাত্রজীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা— মাধ্যমিক। পরীক্ষার আগে প্রাক প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার জলপাইগুড়ির একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মহকুমা শাসক (SDO)। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরাও। লক্ষ্য একটাই পরীক্ষা যাতে সম্পূর্ণ সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়।
৯৪টি পরীক্ষা কেন্দ্র, কড়া নজরদারি
৯৪টি পরীক্ষা কেন্দ্র, কড়া নজরদারি
advertisement

সূত্রের খবর, এবছর ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক মানবিক পদক্ষেপ। বন দফতরের উদ্যোগে বনবস্তির পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাস পরিষেবার। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা হয়েছে প্রায় ২০ থেকে ২৫টি বাস।

আরও পড়ুন: বই খাতার পাশেই রাখা হাতা-খুন্তি! ক্লাসরুমে বসেই ঘুগনি-দইবড়া বিক্রি, স্কুলের ভিতরে এ এক অনন্য শিক্ষা

advertisement

পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে বনকর্মীদের চলাচলের জন্য প্রস্তুত রয়েছে আরও ১০ থেকে ১৫টি বাস। জঙ্গলের পথ পেরিয়ে বন্যপ্রাণির আতঙ্ক নিয়ে আর যেন কোনও পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে না হয়—সেই ভাবনাকেই বাস্তব রূপ দিয়েছে প্রশাসন।

এবছর জলপাইগুড়ি জেলায় রয়েছে ২১টি মেইন ভেনু, ৭৩টি সাব-ভেনু সহ মোট ৯৪টি পরীক্ষা কেন্দ্র। এছাড়াও, ৯টি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা।

advertisement

আরও পড়ুন: জিততে কত পার্সেন্ট ভোট চাই? কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ! SIR আবহে অবশেষে এল মতুয়া-বার্তা

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় চালু BBA-BCA, ছাত্রছাত্রীরা ৪ বছরের ২ পেশামুখী কোর্স পড়বে ইঞ্জিনিয়ারিং কলেজে
আরও দেখুন

প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সমস্ত কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা ও কড়া নজরদারি। পরীক্ষার হলে কোনওরকম ইলেকট্রনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পানীয় জল ও প্রয়োজনীয় সুবিধার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর।পরীক্ষার আগে প্রশাসনের এই সক্রিয়তা স্বস্তি দিচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Examination 2026: একদিন পরেই মাধ্যমিক! পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বিশেষ ব্যবস্থা! জলপাইগুড়িতে প্রস্তুত ৩০টিরও বেশি বাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল