রাতে ছায়ামূর্তিটি দেখে অনেকের মনে হয়েছে সেটি লেপার্ড। ঠিক এক বছর আগে ফালাকাটা শহরে ঘুরে বেরিয়েছিল বুনো হাতি। বারবার বন্যপ্রাণীর বিচরণের ক্ষেত্র হয়ে উঠছে ফালাকাটা শহর। এবারে শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী এবং দুই নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকায় লেপার্ড ঘুরে বেড়ানোর সম্ভাবনা আসছে। এরপর ভয়ে কাঁটা শহরবাসী। হঠাৎ লোকালয়ে লেপার্ডের উপস্থিতির খবরে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ব্যাহত হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লীর বাসিন্দা অনুপ পোদ্দার দাবি করেন, “আমি প্রায় রাতে নিজের বাড়ির পিছনের দিকে দুটি লেপার্ড দেখতে পাই। এরপর বন দফতরে বিষয়টি জানাই।” তাঁর এই দাবির পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে দুই নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকাতেও লেপার্ড দেখা গিয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। একাধিক মানুষ রাতের অন্ধকারে চলাচলের সময় লেপার্ডের ছায়ামূর্তি দেখতে পেয়েছেন বলে জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লেপার্ড দেখার খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা। শিশুদের বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন অভিভাবকেরা। অনেকেই রাতভর বাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছেন। বন দফতরের তরফে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বনকর্মীরা এলাকায় এসে খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।





