এ বিষয়ে পুরুলিয়া শহরের এক পাইকারি দশকর্মা ভান্ডারের বিক্রেতা ফাল্গুনী সেন বলেন, সরস্বতী পুজো উপলক্ষে খাগের কলমের ব্যাপক চাহিদা থাকে। এছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। এই সময় প্রায় চার থেকে পাঁচ লক্ষ খাগের কলম বিক্রি হয় তার দোকান থেকে।
এ বিষয়ে দশকর্মা ভান্ডারের খুচরো বিক্রেতা নিখিলেশ দাস ও বর্ষা দত্ত বলেন, প্রতিবছরের মত এবছরও ব্যাপক হারে খাগের কলমের চাহিদা রয়েছে। প্রতিটি বাড়িতে যে কজন বাচ্চা রয়েছে ততগুলি খাগের কলমের প্রয়োজন পড়ে। এই সময় প্রায় এক থেকে দেড় লক্ষ পিস খাগের কলম বিক্রি হয় তাদের দোকান থেকে।
advertisement
স্মার্টফোন ও ট্যাবের যুগেও এই খাগের কলমের ঐতিহ্য বজায় রয়েছে। এই খাগের কলমের ঐতিহ্য এখনও মুছে যায়নি। সরস্বতী পুজো উপলক্ষে এই কলমের চাহিদা থাকে তুঙ্গে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 23, 2026 3:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News : সরস্বতী পুজোয় খাগের কলমের কদর, ঐতিহ্য বজায় রেখে বিক্রি তুঙ্গে!





