কোথাও অভিনব থিম, কোথাও আবার প্রতিমার বিশেষত্ব, সব মিলিয়ে লক্ষাধিক টাকা বাজেটে তৈরি হচ্ছে একের পর এক আকর্ষণীয় পুজো। তার মধ্যেই আলাদা করে নজর কেড়েছে কালনা কোল্ডস্টোরেজ মাঠের ত্রিধারা পুজো কমিটির সরস্বতী পুজো।
আরও পড়ুনঃ নর্দমা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ! জন্মের পরই পৈশাচিক অত্যাচার, মৌসুনি দ্বীপে চাঞ্চল্য
advertisement
পুজো উদ্যোক্তাদের তরফে সৌরভ বসু বলেন, “এই প্যান্ডেলের মাধ্যমে আমরা একটা পরিবেশ সচেতনতার বার্তাও দিতে চাইছি। সেই কারণেই বেশিরভাগ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে এই প্যান্ডেল সাজানো হয়েছে। এখন সরস্বতী পুজো আমাদের কালনা শহরের প্রধান উৎসব হয়ে উঠেছে। এই কয়েকটা দিন আমরা খুব আনন্দ করি আর ব্যস্তও থাকি।” এবছর ত্রিধারা পুজোর ভাবনায় রয়েছে এক ব্যতিক্রমী চমক ‘অশ্বমেধের ঘোড়া’।
জানা গিয়েছে, কালনা শহরের মধ্যে এটাই এবছরের সবথেকে উঁচু প্যান্ডেল। বিশালাকৃতির এই প্যান্ডেল ইতিমধ্যেই শহরবাসীর কৌতূহল বাড়িয়ে তুলেছে। জোরকদমে চলছে প্রস্তুতির কাজ। পূর্ব বর্ধমান জেলার পাটুলি থেকে আনা হয়েছে সুবিশাল সরস্বতী প্রতিমা, আর মেদিনীপুরের দক্ষ শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে রূপ পাচ্ছে গোটা প্যান্ডেল। বিশেষত্ব এখানেই শেষ নয়। পাট, কাপড়ের টুকরো-সহ নানা ধরনের পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে সাজিয়ে তোলা হচ্ছে এই প্যান্ডেল। যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, তেমনই পরিবেশ সচেতনতার বার্তাও দিচ্ছে। গোটা প্যান্ডেল জুড়ে রয়েছে পাটের আকর্ষণীয় শিল্পকর্ম, যা দর্শনার্থীদের আলাদা করে মুগ্ধ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পী গোপাল প্রধান বলেন, “প্যান্ডেলের মধ্যে আকর্ষণীয় পাটের কাজ রয়েছে রাতের আলোয় দেখতে বেশি ভালো লাগবে। আমরা কুড়িজন শিল্পী রয়েছি, প্রায় কুড়ি দিনের বেশি সময় লাগলো এই প্যান্ডেল তৈরি করতে।” প্রায় ৭ লক্ষ টাকা বাজেটে আয়োজিত এই পুজোর মাধ্যমে ত্রিধারা পুজো কমিটি এবছর চতুর্থ বর্ষে পা রাখল। আগামী ২২ তারিখ, বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই পুজোর। সব মিলিয়ে, এবারের সরস্বতী পুজোয় কালনার মানচিত্রে ত্রিধারা পুজো যে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।





