​দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে যান। খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। চিকিৎসকদের মতে, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ বিয়ের ৬ দিনের মাথায় মুছে গেল সিঁদুর! আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের

advertisement

পুলিশ ইতিমধ্যেই ঘাতক ম্যাজিক গাড়িটিকে আটক করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত আহত ওই তিন যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।