এই গ্রামের পাশেই রয়েছে বৈকুন্ঠপুরের জঙ্গল। এদিন সেই মুরগিভিটা গ্রামেই হানা দিল জোড়া হাতি। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ হাতির ডাকের সঙ্গে বন দফতরের সাইরেনের শব্দে ঘুম ভাঙে গ্রামের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, গ্রাম জুড়ে ছোটাছুটি করছে দু’টি হাতি।
আরও পড়ুনঃ কোথাও মেঘলা, কোথাও রোদ ঝলমলে আকাশ! আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেটে জানুন
advertisement
গজরাজদের তাণ্ডবে নিকুঞ্জ দাস নামে এক কৃষকের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। বনকর্মীরা ভোরের দিকে হাতি দু’টিকে তাড়া করে গ্রামছাড়া করে। আলু ও ভুট্টার লোভে হাতি দু’টি গ্রামে ঢুকেছিল বলে অনুমান করা হচ্ছে। বন দফতরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক নিকুঞ্জ দাস এই বিষয়ে বলেন, “আমার আলুর ক্ষেত প্রায় ধ্বংস করে ফেলেছে। সরকারের কাছে কিছু সাহায্যের আবেদন জানাচ্ছি”।
প্রসঙ্গত, খাবারের লোভে হাতির হানার ঘটনা রাজ্যে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গিয়েছে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির মুরগিভিটা গ্রাম। জোড়া গজরাজের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিকুঞ্জ দাসের আলুর ক্ষেত। সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
