সভায় শ্রী সৌগত রায়, মাননীয় সংসদ সদস্য, শ্রী প্রসূন ব্যানার্জি, মাননীয় সংসদ সদস্য, শ্রীমতি প্রতিমা মণ্ডল, মাননীয় সংসদ সদস্য, শ্রী জগন্নাথ সরকার, মাননীয় সংসদ সদস্য, শ্রী আবু তাহের খান, মাননীয় সংসদ সদস্য, শ্রীমতি মহুয়া মৈত্র, মাননীয় সংসদ সদস্য, ডঃ শর্মিলা সরকার, মাননীয় সংসদ সদস্য, শ্রী শমীক ভট্টাচার্য, মাননীয় সংসদ সদস্য (রাজ্যসভা) উপস্থিত ছিলেন। বিভিন্ন সংসদ সদস্যের প্রতিনিধিগণ, যেমন শ্রী কীর্তি আজাদ ঝা, মাননীয় সংসদ সদস্য, শ্রীমতি শতাব্দী রায়, মাননীয় সংসদ সদস্য, শ্রীমতি মালা রায়, শ্রী খলিলুর রহমান, মাননীয় সংসদ সদস্য, শ্রীমতি মমতা ঠাকুর, মাননীয় সংসদ সদস্য, শ্রী সৌমিত্র খান, মাননীয় সংসদ সদস্য, শ্রী অসিত কুমার মাল, মাননীয় সংসদ সদস্য-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
advertisement
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মাননীয় সংসদ সদস্যদের স্বাগত জানান এবং শ্রী সৌগত রায়, মাননীয় সংসদ সদস্য, সভার চেয়ারম্যান নির্বাচিত হন। আলোচনার লক্ষ্য ছিল পূর্ব রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে রেল পরিকাঠামোর সর্বাঙ্গীণ উন্নয়ন, যাত্রী সুবিধার বৃদ্ধি এবং যাত্রীদের সুযোগ-সুবিধার উন্নতি নিশ্চিত করা।
সভার সময়, মাননীয় সংসদ সদস্যগণ তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিকাঠামো উন্নয়ন, অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু, বিভিন্ন স্টেশনে ট্রেনের অতিরিক্ত স্টপেজ, রোড ওভার ব্রিজ (আরওবি) এবং লিমিটেড হাইট সাবওয়ে (এলএইচএস) নির্মাণ, এবং যাত্রী সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব পেশ করেন।
শ্রীমতি মাননীয়া সাংসদ মহুয়া মৈত্র বেথুয়াডহরি স্টেশনের কাছে একটি সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ এবং কৃষ্ণনগরের মাধ্যমে নতুন এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব দেন। মাননীয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় বেলুড় স্টেশনে জল জমার বিষয়টি তুলে ধরেন। মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার কালিনারায়ণপুর স্টেশনে একটি সংরক্ষিত টিকিট কাউন্টার (পিআরএস) এবং মোশন-সেন্সিং এসকেলেটর স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
মাননীয় সাংসদ শ্রী আবু তাহের খান আজিমগঞ্জ জংশনের কাছে একটি রোড ওভার ব্রিজ ও সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ, বেলডাঙ্গা স্টেশনে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং শিয়ালদহ-লালগোলা রাতের যাত্রীবাহী ট্রেনে এসি ২-টিয়ার ও এসি ৩-টিয়ার কোচ যুক্ত করার অনুরোধ করেন। মাননীয়া সাংসদ শ্রীমতি প্রতিমা মণ্ডল দক্ষিণ বারাসাত ও জয়নগর মজিলপুর স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেটের পরিবর্তে একটি রোড ওভার ব্রিজ নির্মাণের পক্ষে সওয়াল করেন এবং শিয়ালদহ-ক্যানিং সেকশনের মাতলা হল্টে লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজের দাবি জানান। মাননীয়া সাংসদ ডঃ শর্মিলা সরকার কাটোয়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও আজিমগঞ্জের মধ্যে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করার পাশাপাশি কাটোয়ায় একটি রোড ওভার ব্রিজ নির্মাণের আহ্বান জানান।
মাননীয় সাংসদ (রাজ্যসভা) শ্রী শমীক ভট্টাচার্য ভাবলা ও বসিরহাটের মধ্যে একটি রোড ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান, অন্যদিকে মাননীয় সাংসদ শ্রী সৌগত রায় দমদম জংশনের সাবওয়ের উন্নতির অনুরোধ করেন এবং দমদম ক্যান্টনমেন্টের কাছে স্টেশন সংলগ্ন রাস্তার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অন্যান্য মাননীয় সাংসদদের প্রতিনিধিরাও তাঁদের নিজ নিজ এলাকার স্টেশনগুলিতে যাত্রী সুবিধার ক্রমাগত আধুনিকীকরণ এবং উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় ভাষণ দিতে গিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্কর জানান যে নিয়মিত অর্থায়নের মাধ্যমে যাত্রী সুবিধা বৃদ্ধির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি মাননীয় সংসদ সদস্যদের আশ্বাস দেন যে সমস্ত প্রস্তাব ও দাবি সম্ভাব্যতা যাচাই করে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া করা হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ/রেলওয়ে বোর্ডের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
