TRENDING:

Howrah News: বাংলার বাড়ি প্রকল্পে হাওড়ায় প্রায় ৩৫৭ কোটি টাকা বরাদ্দ! মুখে হাসি বহু গরীব পরিবারে

Last Updated:

Howrah News: প্রথম দফায় বাংলার বাড়ি প্রকল্পে ২২৮৯৫ জন উপভোক্তা সুবিধা পায়। তাতে প্রায় ২৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় দফায় হাওড়া জেলায় ৬০ হাজারেরও বেশি পরিবার পাচ্ছে নতুন বাড়ি! বুধবার হাওড়া জেলাশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়। সিঙ্গুরে হাজির হয়ে মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে সারা বাংলায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের আওতায় বরাদ্দ টাকার অর্ধেক অংশ অর্থাৎ ৬০০০০ টাকা করে তুলে দেন। সেই মতো হাওড়া জেলার প্রায় ৬৬৫৮৬ উপভোক্তা এই সুবিধা পায়। এর জন্য বরাদ্দ হয়েছে ৩৫৭.৬৪২ কোটি টাকা।
দ্বীতিয় দফায় হাওড়ায় বাংলার বাড়ি প্রকল্পে প্রায় ৩৫৭ কোটি টাকা বরাদ্দ 
দ্বীতিয় দফায় হাওড়ায় বাংলার বাড়ি প্রকল্পে প্রায় ৩৫৭ কোটি টাকা বরাদ্দ 
advertisement

প্রথম দফায় বাংলার বাড়ি প্রকল্পে ২২৮৯৫ জন উপভোক্তা সুবিধা পায়। তাতে প্রায় ২৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল। প্রথম দফায় ৯৯% শতাংশ উপভোক্তা বাড়ি তৈরির কাজ সম্পন্ন করেছে। বুধবার ২৮ জানুয়ারি দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পে আওতায় সমস্ত উপভোক্তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ অর্ধেক অংশ টাকা অর্থাৎ প্রথম দফার টাকা পাচ্ছেন। এদিন প্রতি ব্লকের ২০ জন করে উপভোক্তাকে ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় এই অর্থ।

advertisement

এদিন হাওড়ার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক ডাঃ পি দীপাপ প্রিয়া, মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ কিশলয় দত্ত, হাওড়া জেলা পরিষদ সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক ডাঃ নির্মল মাজী, জেলা পরিষদ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কের ভীতি কাটিয়ে কিভাবে মাধ্যমিকে মিলবে ভাল নম্বর জানুন
আরও দেখুন

এছাড়াও এদিন হুগলির সিঙ্গুর থেকে আরও কয়েকটি প্রকল্পের অর্থ উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়। তাঁদের মধ্যে হাওড়ার ৩০টি পরিবারে পাট্টা জমি দেওয়া হয়। এর মধ্যে শ্যামপুর ব্লকের ২৭ টি, উদয়নারায়ণপুরে ২ টি এবং বালিজগাছা ১ টি। এছাড়াও কৃষি সহায়ক প্রকল্পের ‘ বাংলা স্বাস্থ্য বিমা যোজনা’ র প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। এর মধ্যে বাগনান ১, বাগনান ২, উলুবেড়িয়া ১, উলুবেড়িয়া ২, আমতা ১, আমতা ২, পাঁচলা ও ডোমজুর ব্লকের কৃষক সবিধা পাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: বাংলার বাড়ি প্রকল্পে হাওড়ায় প্রায় ৩৫৭ কোটি টাকা বরাদ্দ! মুখে হাসি বহু গরীব পরিবারে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল