সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও আধুনিকীকরণ হচ্ছে। জীবনযাপনের সঙ্গে মনুষের রুচিও এখন বদলে গিয়েছে। এর প্রভাব পড়ছে মিলগুলিতে। সেই সঙ্গেই কাঁচামালের উৎপাদন কম ও দাম বৃদ্ধির মতো বিভিন্ন কারণের জন্য মিলগুলিতে প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। উলুবেড়িয়া চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলও সেই সমস্যার সম্মুখীন।
আরও পড়ুনঃ নাচে-গাচে তামাংদের নতুন বছরের সূচনা! লোসার উৎসব ঘিরে জমাটি আয়োজন, আলিপুরদুয়ারে উৎসবের আবহ
advertisement
বর্তমান সময়ে বিস্তীর্ণ এলাকার বহু মানুষ মিলের শ্রমিক। মিল বন্ধের বিজ্ঞপ্তিতে এলাকায় হাহাকারের ছবি। গত সোমবার হাওড়ার দাসনগরে ভারত জুট মিলে প্রায় ৫০ জন শ্রমিককে কর্মবিরতির নোটিশ দেওয়া হয়। সেখানে কাজ ফিরে পেতে কর্মীরা রাস্তায় নামেন। সেই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবারও জেলায় মিল বন্ধের ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মঙ্গলবার সকালে দেখা যায়, মিলের গেটে তালা ঝুলছে। সেই সঙ্গে লাগানো রয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মিল বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সাময়িক মিল বন্ধ রাখার সিদ্ধান্তে সমস্যায় বহু শ্রমিক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মিল আলাভজনকভাবেই চলছিল। বর্তমানে আরও কঠিন পরিস্থিতি তৈরি হয়। সেই কারণে মিল চালানো অসম্ভব হয়ে পড়ে। আধুনিকীকরণের অভাব, যথাযথ উৎপাদন না হওয়া সহ বিভিন্ন কারণে মিল বন্ধ হল।






