ওয়েট লিফটিং ফুটবল এবং ভলিবলে বাংলার স্থান প্রথম সারিতে। তবে জিমন্যাস্টিকসের মতো কঠিন এবং শৃঙ্খলাবদ্ধ খেলায় অভাবনীয় দক্ষতা দেখিয়েছে ভিনরাজ্যের ছাত্রীরা। এক্ষেত্রে দিল্লি ,মহারাষ্ট্র ও গুজরাটের জয়জয়কার।
জিমন্যাস্টিকস শৈল্পিক এবং ব্যালেন্সিং ইভেন্টে হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে ছাত্রীদের শারীরিক নমনীয়তা এবং টেকনিক দেখে মুগ্ধ হয়েছেন বিচারকরা। তাতেই উৎসাহিত হচ্ছে জেলা তথা বাংলার মেয়েরা। ৬৯ তম স্কুল গেমস জিমন্যাস্টিকসে ভিনরাজ্যের মেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরেছে। সেখান থেকেই শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাংলার।
advertisement
ভলিবল, ফুটবল এবং ওয়েটলিফটিংয়ে বাংলা বরাবরই জাতীয় স্তরে পদক জয় করে চলেছে। কিন্তু জিমন্যাস্টিকসে গত কয়েক বছরে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। এবার ভলিবল, ফুটবল এবং ওয়েট লিফটিংয়ে এগিয়ে থাকা বাংলা জিমনাস্টিকসেও সেরার শিরোপা দখলে আগ্রহী। দিল্লি বা মহারাষ্ট্রের পরিকাঠামো এবং অনুশীলনের পদ্ধতি দেখে বাংলার কোচ ও সংগঠকরা নতুন রণকৌশল সাজাচ্ছেন।
এই টুর্নামেন্টটি হাওড়ায় হওয়ায় স্থানীয় স্কুল পড়ুয়াদের মধ্যেও জিমন্যাস্টিকস নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই সঙ্গেই জেলা স্তরে পরিকাঠামো উন্নয়নের দাবিও জোরালো হচ্ছে। ফুটবল বা ওয়েটলিফটিংয়ের মতো জিমন্যাস্টিকসেও যাতে বাংলা সেরার তালিকায় ফিরতে পারে সেই লক্ষ্যই রয়েছে। এর মাধ্যমে স্কুল পর্যায়ে ক্রীড়া পরিকাঠামো আরও সুদৃঢ় হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জাতীয় স্কুল গেমস স্কুল পর্যায়ের ক্রীড়াবিদদের প্রতিভা তুলে ধরার এক বড় মঞ্চ। ছেলেমেয়েরা এই মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি নিজেদের সমৃদ্ধ এবং উৎসাহিত করবে বলেই মনে করছেন কনভেনর তথা রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ আহ্বায়ক বিজন সরকার এবং ভেন্যু ইনচার্জ শংকর খাঁড়া। তিনি জানান, ডুমুরজেলায় অনুষ্ঠিত স্কুল গেমস জিমন্যাস্টিক প্রতিযোগিতায় পড়ুয়াদের উৎসাহিত করতে জেলার বিভিন্ন স্কুলগুলিকে আমন্ত্রণ জানানো হয়।





