স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঠবাড়ি এলাকায় বাড়ি ওই গৃহবধুর এবং যুবকের বাড়ি পাশের গ্রাম মাঝেরপাড়া এলাকায়। গৃহবধূ স্বামী কর্মসূত্রে অধিকাংশ সময় বাইরে থাকেন। আর সেই সুযোগেই পাশের গ্রামের যুবকের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল ওই মহিলার। বহুদিন ধরেই চলছিল বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।
আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১
advertisement
মঙ্গলবার রাতে মহিলার স্বামী বাড়িতে না থাকায় ওই যুবক তার বাড়িতে আসেন। সারারাত থাকেন। ভোরে গ্রামের লোক বুঝতে পেরে ওই যুবককে এবং ওই গৃহবধূকে ঘর থেকে বের করে গ্রামের মধ্যে গাছের গায়ে বেঁধে রাখেন। যুবককে মারধর করে।
শুধু তাই নয়, ওই যুবক এবং ওই গৃহবধূকে বিয়ে করতে হবে এমনই প্রস্তাব দেয় গ্রামের মানুষ। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ।
