TRENDING:

illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল

Last Updated:

North 24 Parganas illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পাশের গ্রামের যুবকের সঙ্গে পরকীয়া। গাছের গায়ে এক গৃহবধূ ও তার প্রেমিক যুবককে বেঁধে রাখল গ্রামবাসী। চলল চরম হেনস্থা। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার অন্তর্গত মটবাড়ি এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ন্যাজাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: পরকীয়া ধরে ফেলে গাছের গায়ে এক গৃহবধূ ও তার প্রেমিক যুবককে বেঁধে রাখল গ্রামবাসী। চলল চরম হেনস্থা। দু’জনকে বেঁধে ঘোরানো হল গোটা গ্রাম। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার অন্তর্গত মটবাড়ি এলাকার ঘটনা।
পরকীয়া প্রতিকি ছবি
পরকীয়া প্রতিকি ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঠবাড়ি এলাকায় বাড়ি ওই গৃহবধুর এবং যুবকের বাড়ি পাশের গ্রাম মাঝেরপাড়া এলাকায়। গৃহবধূ স্বামী কর্মসূত্রে অধিকাংশ সময় বাইরে থাকেন। আর সেই সুযোগেই পাশের গ্রামের যুবকের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল ওই মহিলার। বহুদিন ধরেই চলছিল বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।

আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১

advertisement

মঙ্গলবার রাতে মহিলার স্বামী বাড়িতে না থাকায় ওই যুবক তার বাড়িতে আসেন। সারারাত থাকেন। ভোরে গ্রামের লোক বুঝতে পেরে ওই যুবককে এবং ওই গৃহবধূকে ঘর থেকে বের করে গ্রামের মধ্যে গাছের গায়ে বেঁধে রাখেন। যুবককে মারধর করে।

আরও পড়ুনঃ সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লে ব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং,জিয়াগঞ্জের ছেলেকে আদর করে কী ডাকেন সকলে?অরিজিতের ডাক নাম কী?
আরও দেখুন

শুধু তাই নয়, ওই যুবক এবং ওই গৃহবধূকে বিয়ে করতে হবে এমনই প্রস্তাব দেয় গ্রামের মানুষ। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল