তারের সাহায্যে যন্ত্রকে জলে নামিয়ে দেওয়া হয়। এই যন্ত্র ক’দিন আগেই কাকদ্বীপ লট এইটে মুড়িগঙ্গা নদীতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। সেখানে একটি ভেসেল আটকে গিয়েছিল। তবে কোনও চর ছিল না। তারপর ওই যন্ত্র নামিয়ে গভীরতা মেপে নেওয়া হয়। এরপর ডুবুরি নামিয়ে দেখা হয় কী হয়েছে।
advertisement
ঘটনার পর জানা যায়, মাছের জাল আটকে গিয়েছিল প্রপেলারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জাল ছাড়িয়ে দেওয়া হয়। তারপর আবার চলতে শুরু করে ভেসেলটি। সাগর মেলা উপলক্ষ্যে বাড়তি ভিড় হতে পারে ধরে নিয়ে এবার দু’টি বিপর্যয় মোকাবিলা দলেক ৭০ জনকে রাখা হয়েছে। অন্যান্যবার থাকে একটি। এছাড়াও ১৮ জন মহিলা আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। আগে ১০ জনকে রাখা হত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন এই যন্ত্র দিয়ে জলের স্তর মেপে পূণ্যার্থীদের নামানো হবে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম নেই। এবছর শুরু থেকেই গঙ্গাসাগর মেলাকে প্রযুক্তিনির্ভর করতে চাইছে প্রশাসন। সেই পদক্ষেপে নতুন মাত্রা পেল এই ডিভাইস।






