কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‘আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দিই এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয়া হয়। খবর পেয়েই ছুটে আসে দমকলের আধিকারিক।’’
advertisement
দমকল স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ আধিকারিকরা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বেশ কিছু ছোট ছোট অংশে ধোঁয়া দেখা যাচ্ছে। সেগুলিও নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দিয়েছি।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
এই ঘটনায় কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান প্রশাসনের। আগুনের তীব্রতা এত ছিল যে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এখন আগুন পুরোটাই নিয়ন্ত্রণে।
