TRENDING:

Fire: গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল দোকান! আনন্দপুরের রেশ কাটতে না কাটতেই অগ্নিকাণ্ড সোনারপুরে, তীব্র চাঞ্চল্য

Last Updated:

Fire: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুরের মিশনপল্লী এলাকায়। গভীর রাত প্রায় ১টা নাগাদ একটি দোকানে আগুন লাগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর, সুমন সাহা:  ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুরের মিশনপল্লী এলাকায়। গভীর রাত প্রায় ১টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
ভয়াবহ অগ্নিকাণ্ড
ভয়াবহ অগ্নিকাণ্ড
advertisement

কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‘আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দিই এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয়া হয়। খবর পেয়েই ছুটে আসে দমকলের আধিকারিক।’’

advertisement

আরও পড়ুন: শরীরের কোন কোন অংশ সবচেয়ে বেশি নোংরা জানেন? সাবান মেখে স্নানের পরেও জমছে ময়লা! বাসা বাঁধতে পারে রোগ, খুব সাবধান

দমকল স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ আধিকারিকরা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বেশ কিছু ছোট ছোট অংশে ধোঁয়া দেখা যাচ্ছে। সেগুলিও নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দিয়েছি।

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস‍্যার লক্ষণ? এখনই জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে
আরও দেখুন

এই ঘটনায় কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।  তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান প্রশাসনের। আগুনের তীব্রতা এত ছিল যে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এখন আগুন পুরোটাই নিয়ন্ত্রণে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire: গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল দোকান! আনন্দপুরের রেশ কাটতে না কাটতেই অগ্নিকাণ্ড সোনারপুরে, তীব্র চাঞ্চল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল