এবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে বই নিয়ে পড়াশোনা করতে পারবে। এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চালু হয়েছে ‘বুক ব্যাঙ্ক’ পরিষেবা। পূর্ব মেদিনীপুর জেলার ওই কেয়ার ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। এই বুক ব্যাঙ্ক থেকে এলাকার দুঃস্থ ও মেধাবী পড়ুয়ারা প্রয়োজনীয় পাঠ্যবই নিয়ে বাড়িতে পড়তে পারবে। তবে নিয়মও রয়েছে। শিক্ষাবর্ষ শেষ হলে সেই বই আবার ফেরত দিতে হবে বুক ব্যাঙ্কে। ফলে একই বই একাধিক ছাত্রছাত্রীর কাজে লাগবে। বইয়ের অভাবে আর কাউকে পিছিয়ে পড়তে হবে না, এমনটাই আশা উদ্যোক্তাদের।
advertisement
প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার জন্য নানা ধরনের বই লাগে। অনেক বইয়ের দাম খুবই বেশি। সব বই একসঙ্গে কেনা অনেক পরিবারের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই বহু মেধাবী ছাত্রছাত্রী সমস্যায় পড়ে। ওই কেয়ার ফাউন্ডেশনের সদস্যরা বিষয়টি কাছ থেকে দেখেছেন। তাই তারা বইয়ের বিকল্প ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। শুধু নতুন বই নয়, পুরনো বই ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। যাদের শিক্ষাবর্ষ শেষ হয়ে যাবে, তারা নিজেদের বই এখানে দিয়ে যেতে পারবে। সেই বই আবার অন্য কোনও দুস্থ পড়ুয়া ব্যবহার করতে পারবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বুক ব্যাঙ্ক ঘিরে খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। অভিভাবকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলছেন, বইয়ের খরচ কমলে পড়াশোনার চাপ অনেকটাই কমে যায়। বুদ্ধিজীবী মহলও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনেক পড়ুয়াই নিজেদের পুরনো বই এই ‘বুক ব্যাঙ্কে’ রেখে গেছে । সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি বই সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই বুক ব্যাঙ্ক শুধু বই দেওয়ার জায়গা নয়। এটি ধীরে ধীরে এলাকার পড়ুয়াদের কাছে ভরসা ও আশার ঠিকানা হয়ে উঠছে।





