জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রাকেশ মাইতি, তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরার উড়িষলকর গ্রামের বাসিন্দা। এদিন ভোর আনুমানিক ৪টে নাগাদ একটি পণ্যবোঝাই অটোর সঙ্গে উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। চালক রাকেশ মাইতি গুরুতর আহত হন।
advertisement
স্থানীয় বাসিন্দারা রাকেশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই তার মৃত্যু হয়।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অটো চালক যুবকের এই অকাল মৃত্যু। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, ডাম্পারের চলক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
