TRENDING:

Egra Accident: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো! চালকের রক্তে ভেসে যাচ্ছে সড়ক, এগরায় ভোররাতে সাংঘাতিক দৃশ্য

Last Updated:

East Medinipur Accident News: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো। প্রাণ হারালেন এগরার যুবক। বৃহস্পতিবার ভোরে একটি দ্রুতগামী ডাম্পার ও মালবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৮ বছর বয়সী অটো চালকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো। প্রাণ হারালেন এগরার যুবক। বৃহস্পতিবার ভোরে একটি দ্রুতগামী ডাম্পার ও মালবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৮ বছর বয়সী এক যুবকের
এগরায় দুর্ঘটনায় মৃত যুবক
এগরায় দুর্ঘটনায় মৃত যুবক
advertisement

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রাকেশ মাইতি, তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরার উড়িষলকর গ্রামের বাসিন্দা। এদিন ভোর আনুমানিক ৪টে নাগাদ একটি পণ্যবোঝাই অটোর সঙ্গে উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। চালক রাকেশ মাইতি গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ, স্বল্প দামে পর্যটকদের মধ্যে চাহিদা দারুণ

advertisement

স্থানীয় বাসিন্দারা রাকেশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্যচর্চার ডাক কাশীপুর বইমেলায়! কবি-সাহিত্যিকদের কলমে ফুটে উঠুক জেলার ইতিহাস, লোককথা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খালের জলে দুর্গন্ধ! পচা জলই গড়ফা খালপাড়বাসীর সম্বল, নিদারুণ কষ্টের জীবন
আরও দেখুন

চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অটো চালক যুবকের এই অকাল মৃত্যু। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, ডাম্পারের চলক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Egra Accident: ডাম্পারের ধাক্কায় চুরমার অটো! চালকের রক্তে ভেসে যাচ্ছে সড়ক, এগরায় ভোররাতে সাংঘাতিক দৃশ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল