বিশেষ করে এস টি কে কে রোড সহ কালনা শহরের ভিতরের একাধিক এলাকায় নির্দিষ্ট সময়ে ‘নো এন্ট্রি’ কার্যকর করা হয়েছে। কালনার এসডিপিও আফজল আবরার এদিন জানান, পুজোকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর প্রতিটি দিন বিকেল চারটে থেকে কালনা শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার।
advertisement
আরও পড়ুনঃ অফ সিজনে আচমকা নদী ভাঙন! তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষিদের
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহরজুড়ে নজরদারি চালানো হবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই আধুনিক নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসডিপিও। এছাড়াও প্রশাসনের তরফে জরুরি পরিষেবার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতাল যাতায়াত বা অ্যাম্বুল্যান্স চলাচলে কোনও রকম অসুবিধা যাতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান এসডিপিও আফজল আবরার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে প্রশাসনের। আগামী ২৬ তারিখ, সোমবার অনুষ্ঠিত হবে কালনার সরস্বতী পুজোর ঐতিহ্যবাহী শোভাযাত্রা। ওই দিন শহরজুড়ে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে এই বছরের কালনার সরস্বতী পুজো।






