কারণ মোবাইল কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করে দিয়েছে ছেলে। অভিমানে গলায় ফাঁস দিয়ে পরিবার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই পড়ুয়া। মৃত ওই ছাত্রের বাড়ি পূর্বস্থলীর নবপল্লী এলাকায়। সে পারুলিয়া কুলোকামিনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর পড়ুয়া ছিল।
advertisement
জানা গিয়েছে, আগামী বছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। পড়াশোনা ভাল করে করার জন্য এখনই মোবাইল ফোন হাতে না তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিভাবকরা। বদলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে কিনে দেওয়া হবে মোবাইল, এমনই জানিয়েছিলেন মা।
আর এরপরই মায়ের ওপর অভিমান করে বাড়িতেই গতকাল বুধবার দুপুরের পর গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণীর পড়ুয়া নিজেকে শেষ করে দিয়েছে। এদিন মৃতের দাদা জানান, মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই এই ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
