পিছন থেকে ডাম্পারটি সজোরে ধাক্কা মারার ফলে ট্যাঙ্কারটি সামনে কিছুটা এগিয়ে গিয়ে সামনে থাকা জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণে নিযুক্ত সংস্থার কর্মীদের একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে ৩ জন গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়।
আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
advertisement
দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী শেখ আজিম ও অরিত্র চক্রবর্তী বলেন, ডাম্পারটি বর্ধমানের দিক থেকে নবাবহাটের থেকে যাচ্ছিল। জাতীয় সড়কের লাকুর্ডি এলাকায় হঠাৎ জল দেওয়া ট্যাঙ্করের পিছনে ধাক্কা মারলে ট্যাঙ্কারটি সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্ভবত ডাম্পারের চালক কোনও কারণে ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুমান। স্থানীয় বাসিন্দা হারাধন মাঝি বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখি একটি ডাম্পার এসে জল দেওয়ার ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মেরেছে। ফলে ট্যাঙ্কারটি সামনে থাকা আরেকটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনার ডাম্পারের চালক ও যারা জল দিচ্ছিল তারা কয়েকজন আহত হয়েছেন।






