উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা প্রদ্যুৎ কুমার বিশ্বাস এবং দিপা বিশ্বাসের মেয়ে ২৩ বছরের পলি বিশ্বাসের ৬ বছর আগে বিয়ে হয়েছিল বাগদার করঙ্গ মালিপোতার বাসিন্দা গাড়ি চালক উত্তম দাসের সঙ্গে। তাদের একটা ৪ বছর ৬ মাস বয়সের ছেলে আছে।
রবিবার সকালে উত্তম শ্বশুরবাড়িতে ফোন করে জানিয়েছিল তাদের মেয়ে পলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । পলির পরিবারের অভিযোগ গতকাল সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরে ছিলেন পলির মা । কোন অশান্তি ছিল না। কিন্তু জামাই মাঝেমধ্যেই জিনিসপত্রের জন্য মেয়েকে চাপ দিতে । পরিবারের অভিযোগ মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে আমরা এর সঠিক বিচার চাই । ইতিমধ্যেই জামাইয়ের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পলির মা । লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত জামাই উত্তম দাসকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।
advertisement
Location :
Bongaon (Bangaon),North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 25, 2026 6:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জিনিসপত্র চেয়ে চলত মারধর! পণের জন্য বধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ! গ্রেফতার স্বামী!
