TRENDING:

Darjeeling Offbeat Destination: পাহাড়ি চা বাগানের ঢালে ১৫০ বছরের পুরনো বাংলো! শিলিগুড়ি থেকে ঘণ্টা দেড়েকের পথ, নিরিবিলিতে উইকেন্ড ট্রিপের সেরা ডেস্টিনেশন

Last Updated:

Darjeeling Offbeat Destination: সবুজে ঘেরা পাহাড়ি চা বাগানের ঢালে দেড়শো বছরের পুরনো বাংলো। ইন্দো-নেপাল সীমান্ত ঘেঁষা এই বাংলো পর্যটকদের কাছে হয়ে উঠেছে নয়া ডেস্টিনেশন। শিলিগুড়ি থেকে মাত্র ঘণ্টা দেড়েকের পথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরিক, দার্জিলিং, পার্থপ্রতিম সরকার: সবুজে ঘেরা পাহাড়ি চা বাগানের ঢালে দেড়শো বছরের পুরনো বাংলো। ইন্দো-নেপাল সীমান্ত ঘেঁষা এই বাংলো পর্যটকদের কাছে হয়ে উঠেছে নয়া ডেস্টিনেশন। নির্জন, নিরিবিলি পরিবেশে পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে বেড়ানোর জন্য সেরা ভ্রমণস্থল।
দার্জিলিং নয়া অফবিট ডেস্টিনেশন
দার্জিলিং নয়া অফবিট ডেস্টিনেশন
advertisement

যেদিকে তাকাবেন চারপাশ শুধুই সবুজ। একদিকে চা বাগান। অন্যপাশে পাহাড়। অদূরে নেপাল। শিলিগুড়ি থেকে ঘণ্টা দেড়েকের পথ। মিরিক ভ্যালি। এখানেই রয়েছে থরবু চা বাগান। এই বাগানেরই ১৫৩ বছরের পুরনো বাংলো পর্যটকদের জন্য নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে আবর্জনার পাহাড়! দূষণ-দুর্গন্ধে টেঁকা দায়, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে চাপান উতোর

advertisement

কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠেই জানালার খিরকি খুলতেই চোখ জুড়িয়ে যাবে অপরূপ শোভায়। সবুজে ঘেরা চা বাগান, পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শন হবে। সবুজ ঘাসের লন। আর বাহারি ফুল। এক্কেবারে নিরিবিলি, শান্ত এক ঠিকানা। পর্যটকদের কাছে হতে পারে প্রিয় ডেস্টিনেশন। দার্জিলিংয়ের চায়ে চুমুক দিতে দিতে সবুজ, শান্ত পরিবেশে এই বাংলো উত্তরবঙ্গের অন্যতম সেরা ডেস্টিনেশন।

advertisement

আরও পড়ুনঃ নিঃসঙ্গ বয়স্ক নাগরিকদের আর চিন্তা নেই! যেকোনও বিপদে ছুটে আসবে জেলা পুলিশ, চালু হল ‘প্রণাম’ কর্মসূচি, জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

দিনভর মিরিক লেক, মনেস্ট্রি, কিংবা নেপালের পশুপতি বাজার ঘুরে সন্ধ্যেয় চা বাগানের বাংলোয় বন-ফায়ার। অদূরে মিরিক ট্যুরিজমের হার্ট থ্রব তাবাকোশি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া এক ঠিকানা। রয়েছে কমলালেবুর বাগান। অনাবিল আনন্দ, চায়ের স্বাদ। সাতসকালে চা পাতা তোলা থেকে চা তৈরি, টি টেস্টিং – সবই মিলবে এই বাংলোয়। আর মেনুতে যা চাইবেন, সবই পাবেন তাও এক্কেবারে অর্গানিক। সেই সঙ্গে নেপালের ঐতিহ্যবাহী খাবার তো রয়েছেই। নতুন বছরে পর্যটকদের কাছে নয়া ডেস্টিনেশনের খোঁজ মিরিক ভ্যালির এই থরবু চা বাগান।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling Offbeat Destination: পাহাড়ি চা বাগানের ঢালে ১৫০ বছরের পুরনো বাংলো! শিলিগুড়ি থেকে ঘণ্টা দেড়েকের পথ, নিরিবিলিতে উইকেন্ড ট্রিপের সেরা ডেস্টিনেশন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল