TRENDING:

Darjeeling News: ব্যাগ খুলতেই চোখ ধাঁধিয়ে গেল গোয়েন্দাদের, সীমান্তে ১০ কেজি রুপো পাচারের ছক! জালে নেপালি মহিলা

Last Updated:

Darjeeling News: সীমান্তে দিয়ে রুপো পাচার। ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে পাচার রুখল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: সীমান্তে দিয়ে রুপো পাচার। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে রুপো পাচার রুখল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর DRI। গতকাল বৃস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে এস‌এসবির সঙ্গে টহলদারির গোয়েন্দারা পাকড়াও করেন ওই পাচাকারীকে।
পুলিশের জালে মহিলা পাচারকারী
পুলিশের জালে মহিলা পাচারকারী
advertisement

জানা গিয়েছে, ওই সময় এক নেপালি মহিলার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪টি প্যাকেট ভর্তি রুপো। ধৃত মহিলার নাম দেবী কলা খাড়কা। ওই মহিলা নেপালের ঝাপা জেলার বাসিন্দা। তার কাছে থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০কেজি রুপো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: লক্ষ্মীলাভের নয়া দাওয়াই, অনলাইনে অর্ডার সামাল দিতে হিমশিম খাচ্ছেন মহিলারা! ঘরে বসে ‘এই’ কাজ করে অঢেল আয়

advertisement

সূত্রের খবর, বাগডোগরা থেকে এই রুপো নিয়ে নেপালে হাতবদলের ছক ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় এই কথা স্বীকার করেছে ধৃত মহিলা। পরে ধৃত মহিলাকে DRI গ্রেফতার করে। জানা গিয়েছে, এদিন শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন: বইমেলার ভিড়ে ঠায় দাঁড়িয়ে অদ্ভুত মূর্তি, কাছে যেতেই চমকে উঠছেন সবাই! আসল পরিচয় জানলে চোখে জল আসবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়েবাড়ি হোক বা অফিসের ক্যাজুয়াল লুক, কাঁথিতে মাত্র ৫০০ টাকায় মিলছে পছন্দের শাড়ি
আরও দেখুন

উল্লেখ্য, সম্প্রতি নেপাল সাধারণ নির্বাচনের প্রচার শুরু হয়েছে। এর‌ই মাঝে পরপর ২দিন নেপালে টাকা পাচারের ছক বানচাল করে এস‌এসবি। একদিন ৬ লক্ষ ও পরে ২২ লক্ষ টাকা পাচারের ছক ভেস্তে দিয়েছেন গোয়েন্দারা। যে ঘটনায় আটক করা হয় মোট ৫জনকে। তারপরেই বিপুল পরিমান রূপো পাচার রুখে দেওয়া হল। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: ব্যাগ খুলতেই চোখ ধাঁধিয়ে গেল গোয়েন্দাদের, সীমান্তে ১০ কেজি রুপো পাচারের ছক! জালে নেপালি মহিলা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল