জানা গিয়েছে, ওই সময় এক নেপালি মহিলার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪টি প্যাকেট ভর্তি রুপো। ধৃত মহিলার নাম দেবী কলা খাড়কা। ওই মহিলা নেপালের ঝাপা জেলার বাসিন্দা। তার কাছে থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০কেজি রুপো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।
advertisement
সূত্রের খবর, বাগডোগরা থেকে এই রুপো নিয়ে নেপালে হাতবদলের ছক ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় এই কথা স্বীকার করেছে ধৃত মহিলা। পরে ধৃত মহিলাকে DRI গ্রেফতার করে। জানা গিয়েছে, এদিন শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
আরও পড়ুন: বইমেলার ভিড়ে ঠায় দাঁড়িয়ে অদ্ভুত মূর্তি, কাছে যেতেই চমকে উঠছেন সবাই! আসল পরিচয় জানলে চোখে জল আসবে
উল্লেখ্য, সম্প্রতি নেপাল সাধারণ নির্বাচনের প্রচার শুরু হয়েছে। এরই মাঝে পরপর ২দিন নেপালে টাকা পাচারের ছক বানচাল করে এসএসবি। একদিন ৬ লক্ষ ও পরে ২২ লক্ষ টাকা পাচারের ছক ভেস্তে দিয়েছেন গোয়েন্দারা। যে ঘটনায় আটক করা হয় মোট ৫জনকে। তারপরেই বিপুল পরিমান রূপো পাচার রুখে দেওয়া হল। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
