TRENDING:

Comics Strip: যিনি রোগী দেখেন, তিনি ছবিও আঁকেন! চিকিৎসকের তুলিকলমে ‘বঙ্কু ডাক্তার’ কমিক্স আজ খ্যাতির শীর্ষে

Last Updated:

Comics Strip:এক চিকিৎসকের কলমে গ্রাফিক গল্পে নতুন রূপ পেল বাঁকুড়া। ব্যঙ্গ ও বাস্তবতার মেলবন্ধনে ‘বঙ্কু ডাক্তার’ হয়ে উঠল পাঠকমহলে জনপ্রিয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়ার মাটিতে জন্ম নেওয়া এক অনন্য সৃজনশীল উদ্যোগ। পেশায় চিকিৎসক হলেও কলম ও স্কেচপ্যাডই যাঁর আর এক পরিচয়, সেই সায়ন পালের সৃষ্টি ‘বঙ্কু ডাক্তার’ আজ বাংলার কমিকস জগতের এক জনপ্রিয় নাম। তাঁর সদ্য প্রকাশিত গ্রাফিক নভেল “বঙ্কু ডাক্তার: ব্যুরোক্রেসি” ইতিমধ্যেই পাঠকমহলে সাড়া ফেলেছে। ৫৪ পাতার এই গ্রাফিক নভেলে বাঁকুড়ার পরিচিত চিত্র, সমাজের বাস্তবতা এবং ব্যঙ্গ-বিদ্রূপের মেলবন্ধনে ফুটে উঠেছে এক অন্যরকম গল্পভুবন।
advertisement

এই গ্রাফিক নভেলের বিশেষত্ব হল— এতে বাঁকুড়া শহরের একাধিক ল্যান্ডমার্ক শিল্পিত ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মাচান তলা, ভৈরব স্থান, লোকপুর এলাকা-সহ বিভিন্ন পরিচিত স্থান গ্রাফিক আকারে নতুন রূপ পেয়েছে। স্থানীয় সংস্কৃতি ও নাগরিক জীবনের নানা দিককে রূপকের মাধ্যমে গল্পের কাঠামোয় বুনে দিয়েছেন সায়ন পাল। ফলে শুধু একটি কমিকস নয়, এই গ্রাফিক নভেল এক অর্থে বাঁকুড়ার দৃশ্যমান পরিচয়ও বহন করছে।

advertisement

গত ১২ বছর ধরে নিরলসভাবে ‘বঙ্কু ডাক্তার’ কমিকস নিয়ে কাজ করে চলেছেন ডঃ সায়ন পাল। তাঁর এই দীর্ঘ যাত্রায় সমাজ, রাজনীতি, স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বারবার উঠে এসেছে ব্যঙ্গের ভাষায়। “বঙ্কু ডাক্তার: ব্যুরোক্রেসি” সেই ধারারই সাম্প্রতিক সংযোজন, যেখানে আমলাতন্ত্রের নানা দিক হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাঁর কাজের মাধ্যমে সাধারণ পাঠক যেমন বিনোদন পান, তেমনই সমাজের বাস্তব চিত্র নিয়েও ভাবতে শেখেন।

advertisement

আরও পড়ুন : বলুন তো কেন চিকিৎসকরা সব সময় সাদা ও আইনজীবীরা কালো কোট পরেন? ভেবে দেখেছেন কখনও? কারণ জানলে আকাশ থেকে পড়বেন!

সেরা ভিডিও

আরও দেখুন
ভেটকি পাতুরি চিংড়ি পাতুরি অতীত, বাজার কাঁপাচ্ছে কলাপাতায় মোড়া পাতুরি সন্দেশ
আরও দেখুন

ইতিমধ্যেই ‘বঙ্কু ডাক্তার’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই কমিকস সিরিজ। বাঁকুড়ার এক চিকিৎসকের হাতে গড়ে ওঠা এই সৃষ্টিশীল উদ্যোগ আজ জেলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত। নতুন গ্রাফিক নভেলের মাধ্যমে আবারও প্রমাণিত হলো— শিল্প, সাহিত্য ও স্থানীয় পরিচয় একসূত্রে গাঁথা হলে তা বিশ্ব দরবারেও পৌঁছে যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Comics Strip: যিনি রোগী দেখেন, তিনি ছবিও আঁকেন! চিকিৎসকের তুলিকলমে ‘বঙ্কু ডাক্তার’ কমিক্স আজ খ্যাতির শীর্ষে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল