এই গ্রাফিক নভেলের বিশেষত্ব হল— এতে বাঁকুড়া শহরের একাধিক ল্যান্ডমার্ক শিল্পিত ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মাচান তলা, ভৈরব স্থান, লোকপুর এলাকা-সহ বিভিন্ন পরিচিত স্থান গ্রাফিক আকারে নতুন রূপ পেয়েছে। স্থানীয় সংস্কৃতি ও নাগরিক জীবনের নানা দিককে রূপকের মাধ্যমে গল্পের কাঠামোয় বুনে দিয়েছেন সায়ন পাল। ফলে শুধু একটি কমিকস নয়, এই গ্রাফিক নভেল এক অর্থে বাঁকুড়ার দৃশ্যমান পরিচয়ও বহন করছে।
advertisement
গত ১২ বছর ধরে নিরলসভাবে ‘বঙ্কু ডাক্তার’ কমিকস নিয়ে কাজ করে চলেছেন ডঃ সায়ন পাল। তাঁর এই দীর্ঘ যাত্রায় সমাজ, রাজনীতি, স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বারবার উঠে এসেছে ব্যঙ্গের ভাষায়। “বঙ্কু ডাক্তার: ব্যুরোক্রেসি” সেই ধারারই সাম্প্রতিক সংযোজন, যেখানে আমলাতন্ত্রের নানা দিক হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাঁর কাজের মাধ্যমে সাধারণ পাঠক যেমন বিনোদন পান, তেমনই সমাজের বাস্তব চিত্র নিয়েও ভাবতে শেখেন।
ইতিমধ্যেই ‘বঙ্কু ডাক্তার’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই কমিকস সিরিজ। বাঁকুড়ার এক চিকিৎসকের হাতে গড়ে ওঠা এই সৃষ্টিশীল উদ্যোগ আজ জেলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত। নতুন গ্রাফিক নভেলের মাধ্যমে আবারও প্রমাণিত হলো— শিল্প, সাহিত্য ও স্থানীয় পরিচয় একসূত্রে গাঁথা হলে তা বিশ্ব দরবারেও পৌঁছে যেতে পারে।