এই সিরাপের একটি নির্দিষ্ট ব্যাচ নম্বর বিষাক্ত। ইথিলিন গ্লাইকল (Ethylene Glycol) নামে একটি বর্ণহীন, মিষ্টি স্বাদের, তৈলাক্ত তরল মেশানো হয়েছে, যা গাড়ির অ্যান্টিফ্রিজ ও কুল্যান্ট, প্লাস্টিক, পলিয়েস্টার ফাইবার তৈরিতে ব্যবহার হয়।
মিষ্টি স্বাদের কারণে ভুলবশত পান করলে মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে, যা কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে বলে জানানো হয়েছে। ব্যাচ নম্বর- এ এল 24002-এর এই ওষুধ কোনওভাবেই যেন মানুষ ব্যবহার না করেন।
advertisement
আরও পড়ুন: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ মালদহ স্বাস্থ্য বিভাগে! জেনে নিন আবেদনের শেষ তারিখ
রাজ্যের সমস্ত স্টকিষ্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলারদের আবেদন করা হয়েছে যেন কোনওভাবেই এই ওষুধ কোথাও ব্যবহার না করা হয়। সাধারণ মানুষের কাছে আবেদন যদি কারও কাছে এই ওষুধ থেকে থাকে, তবে 79080 77615 নম্বরে whatsapp করে জানান।
অভিজিৎ চন্দ
