জানা যাচ্ছে, গত ২৪ জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই দুই নাবালক। কিন্তু স্কুল না গিয়ে তাঁরা সোজা দিঘা চলে যায়। প্রথমে বাসে চেপে হাওড়া, এরপর সেখান থেকে দিঘার ট্রেন ধরে সৈকত শহরে পৌঁছয় তাঁরা।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চালক সহ ৪
advertisement
এদিকে পরিবারের লোক তাঁদের খুঁজে না পেয়ে সদাইপুর থানার দ্বারস্থ হয়। শুরু হয় দুই নাবালকের খোঁজ। শেষমেষ সিসিটিভি ফুটেজ ও মোবাইলের লোকেশন ট্র্যাক করে দু’জনকে দিঘা থেকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই আদালতের মাধ্যমে ওই দুই নাবালককে তাঁদের পরিবারের হাতে তুলে দিয়েছেন তদন্তকারীরা।
এই বিষয়ে এক অভিভাবক বলেন, “ছেলেকে ফিরে পেয়ে আমি খুবই খুশি। পুলিশ আমার সন্তানকে খুঁজে দিয়েছে। ওনারা আমাদের প্রচুর উপকার করেছেন, ছেলের জন্য অনেক খেটেছেন। আমাদের সন্তানের জন্য ওনারা যতখানি পরিশ্রম করেছেন, তার কোনও তুলনা হয় না।” একইসঙ্গে তিনি জানান, ছেলে সম্পূর্ণ সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে।
