১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরে সগড় মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী। আহত ১ জন। জানা গিয়েছে একটি ট্রেলারের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা জাতীয় সড়কের উপর পড়ে যায়
দুবরাজপুর: ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরে সগড় মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী। আহত ১ জন। জানা গিয়েছে একটি ট্রেলারের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা জাতীয় সড়কের উপর পড়ে যায় , তখন পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের পিষে দেয়। ঘটনাস্থলের মৃত ২ জন। মৃত ও আহতদের বাড়ি বীরভূমের দুবরাজপুরের খন্ডগ্রামে। সদাইপুর থানার পুলিশ এসে দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় জাতীয় সড়কে যানচলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। এর আগেও একাধিক বার এই সড়কে দুর্ঘটনা ঘটেছে বলে খবর।