পুরুলিয়ায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের, আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবককে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজু সিং সর্দার বয়স ১৮, বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে দুই যুবক একটি বাইকে করে ভাগাবাঁধ গ্রাম থেকে বলরামপুরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জলাধারে পড়ে যায়।
advertisement
স্থানীয়রা তাদের উদ্ধার করে ও নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক রাজু সিং সর্দারকে মৃত বলে ঘোষনা করেন। অপর যুবকের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পাশাপাশি বাঁকুড়াতেও একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। রাস্তার পাশে থাকা একটি জিলিপির দোকানের উপর উল্টে পড়ে রয়েছে একটি বিশাল ট্রাক— এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! উল্টে জিলিপির দোকানে ঢুকে গেল পণ্য বোঝাই ট্রাক
এই ঘটনাটি ঘটে সিমলাপাল নদীঘাটের ব্রিজ ওঠার ঠিক কিছুটা আগেই। গঙ্গা মেলাকে কেন্দ্র করে নদীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার দু’পাশে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। প্রতিদিনের মতোই রাতের কাজ সেরে ব্যবসায়ীরা দোকানের মধ্যেই বিশ্রাম নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর আনুমানিক তিনটে নাগাদ বিক্রমপুর দিক থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সোজা গিয়ে উল্টে পড়ে জিলিপির দোকানের উপর। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই।
