মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের কমল মেলায় অংশ নেবেন নিতিন নবীন। দুর্গাপুরে আইটিসি ফরচুনা হোটেলে বিজেপি কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি। বুধবার সকাল ৯ টায় ফিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেওয়ার কথাও আছে তাঁর। এরপর সকাল ১০-৪৫ নাগাদ বর্ধমান বিভাগের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নিতিন নবীন। দুপুর ২-৩০ আসানসোল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নিতিন। এরপর এদিন বিকেলেই অণ্ডাল বিমানবন্দর থেকে পাড়ি দেবেন নিতিন নবীন।
advertisement
প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেই বাংলা সফরে আসছেন নিতিন নবীন। বিজেপি সূত্রের খবর, ২৭ ও ২৮ জানুয়ারি বাংলায় থাকবেন সদ্য নিযুক্ত সর্বভারতীয় সভাপতি। মাস দেড়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির দাবি, ২০২৬ সালে বাংলায় তাদের সরকার হবে। সেই লক্ষেই রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের মধ্যে অক্সিজেন জোগাতে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন নবীন। ২৭ জানুয়ারি দুর্গাপুরে একটি রাজ্য কোর কমিটির বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যেখানে সাংগঠনিক কৌশল, রাজনৈতিক রোডম্যাপ এবং আসন্ন কর্মসূচির উপর আলোকপাত করা হবে বলে সূত্রের খবর।
