পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন মানিক ব্যাপারী (৪০) তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে।
মঙ্গলবার সকালে বাড়ির ভিতর থেকে মানিক ব্যাপারীর স্ত্রী ও দুই কন্যা সন্তানের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। একই সঙ্গে বাড়ির একটি ঘর থেকে স্বামী মানিক ব্যাপারীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
আরও পড়ুন: রেকর্ড দাম বৃদ্ধির পর এবার কি সস্তা হবে রুপো? জেনে নিন বিনিয়োগকারীদের এখন কী করা উচিত
পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত মানিক ব্যাপারীর ভগবানগোলার স্বপনগড় মোড় এলাকায় একটি ফলের দোকান ছিল। তবে তাঁর স্থায়ী বাড়ি নদিয়া জেলায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ঠিক কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমে আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।






