আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চোখ ঘষছেন? স্বস্তি মিললেও ক্ষতি হতে পারে, জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেদিনীপুর পিংলার কৃষ্ণেন্দু ধারা। পরিবারে আরেকটু সাচ্ছন্দ ফেরাতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন। বছর দেড় এক আগে কাজ নেন আনন্দপুরের এই ডেকোরেটরে। পিংলার তিন বন্ধুর সঙ্গে এসেছিলেন। আরও অনেকের সঙ্গে এই গোডাউনের মধ্যেই রান্না করে খাওয়া হত এবং মেস করে থাকতেন। কখনও সাত দিন কখনও ১৫ দিন পর বাড়ি ফিরতেন। গতকালও রাত ন’টায় নিয়ম করেই ফোন করেছিলেন প্রিয়জনদের সঙ্গে কথা বলতে। সেটাই শেষ কথা। খবর পেয়ে পিংলা থেকে ছুটে এসেছেন আত্মীয়রা আধার কার্ড বুকে নিয়ে অধীর অপেক্ষায়। যদি একটু শেষ দেখা হয়।
advertisement
অন্যদিকে, বাসুদেব সরকার বারুইপুর থেকে প্রতিদিন আসতেন। কখনও রাতে থাকতেন কখনও ফিরে যেতেন বাড়ি। প্রায় দশ বছর কাজ করছেন এই খাদ্য সরবরাহ সংস্থায়। আগে শহরে ছিলেন কয়েক বছর এখানে এসেছেন। তাঁর ছেলে এবং জামাই অপেক্ষায়। সকাল থেকে এসে সন্ধ্যে হয়ে গিয়েছে এখনও প্রিয়জনের সঙ্গে দেখা মিলল না।
