যে সব পরিবার এখনও পর্যন্ত নিখোঁজের তথ্য লিখিয়েছেন, তাঁদের সকলকে আগামিকাল, মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA দেওয়ার জন্য জানানো হচ্ছে পুলিশের তরফে। DNA পরীক্ষার মধ্যে দিয়ে দেহ সনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: বাকিরা কোথায়?…এখনও খোঁজ নেই ২০ জনের! আনন্দপুরে হাহাকার, জতুগৃহে ঝলসে মৃত ৩
advertisement
সোমবার ভোর রাত ৩টে নাগাদ আগুন লাগে আনন্দপুরের নাজিরাবাদের শুকনো খাবারের গুদামে৷ আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। মজুত রাখা হত ঠান্ডা পানীয়ের বোতলও। কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।
মনে করা হচ্ছে, গুদামের ভিতরে থাকা কর্মীদের গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটে৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। মধ্যরাতে গুদামে ধোঁয়া দেখতে পেয়ে কয়েক জন দমকলকে খবর দেন।
আরও পড়ুন : টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন নয়, অ্যাপে যাত্রীদের উৎসাহ বাড়াতে তৎপর রেল
সরু গলির ভিতরে গুদাম হওয়ায় প্রাথমিক ভাবে দমকলকে আগুন নেভানোর জন্য সমস্যায় পড়তে হয়েছিল। লম্বা পাইপ এনে জল দিতে হয়। বিকেলের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ তবে তারপরেও ধিকি ধিকি জ্বলছিল আগুন৷
এদিন ঘটনাস্থলে পৌঁছে সব কিছু দেখিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে আছি৷ জেসিবি আসছে৷ বিভ্রান্তি না ছড়ানোর জন্য কতজন নিখোঁজ বলা যায় না৷ যাবতীয় সহযোগিতা করা হবে ৷ মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন৷ সরকারের তরফে সহায়তা করা হবে৷’’
