TRENDING:

Elephant Attack: গাছতলায় বিশ্রাম নিতে যাওয়া কাল হল, চোখ খোলার আগে পিষে দিল হাতি! আতঙ্কে থরথর করে কাঁপছে কুমারগ্রাম

Last Updated:

Alipurduar Elephant Attack: চা বাগানের কাজে গিয়ে প্রাণ গেল এক চা বাগান শ্রমিকের। চোখ খুলে হাতিকে দেখার সময়টুকু পেলেননা তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, অনন্যা দে: চা বাগানের কাজে গিয়ে প্রাণ গেল এক চা বাগান শ্রমিকের। চোখ খুলে যমদূতরূপী হাতিকে দেখার সময়টুকু পেলেননা তিনি। তার আগেই সব শেষ। হাতির পায়ে পিষ্ট হলেন ওই শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের সংকোশ চা বাগানে ৩০ নং সেকশনে।
সংকোশ বাগানে শ্রমিকরা 
সংকোশ বাগানে শ্রমিকরা 
advertisement

ঘুমন্ত অবস্থায় হাতির পদপিষ্টে মৃত্যু হল বাগানের শ্রমিক আনন্দ মিঞ্জের।  বাগানে ৩০ নম্বর সেকশনে আনন্দ মিঞ্জ ও আরেক কর্মী সেচের কাজ করছিলেন। খুব ভোরে শুরু হয় এই কাজ। তাঁরা কাজ করে একটু আলো ফুটতে গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন: সমতলে পারদ চড়লেও কনকনে শীত পাহাড়ে, উত্তরের আবহাওয়ার বড় আপডেট দিল IMD! পর্যটকদের জন্য খুশির খবর

advertisement

আলো ফুটতে চা বাগানে চলে আসে হাতি। এরপরেই ঘুমন্ত আনন্দ মিঞ্জের ওপর আক্রমণ চালায় হাতিটি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বাগান কর্তৃপক্ষ থেকে বন দফতরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বন দফতরে কর্মীরা পৌঁছন। বাগান কর্তৃপক্ষের থেকে জানা যায়, মৃত শ্রমিক পরিবারের পাশে তাঁরা আছেন এবং যা যা করণীয় সমস্ত কিছু বাগানের তরফে করা হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীত শেষে জঙ্গলমহল ছাড়ছেন শিউলিরা, খেজুর রসের স্মৃতি বুকে নিজের ঠিকানায় ফেরার স্বস্তি
আরও দেখুন

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাতিটি ওই এলাকাতেই রয়েছে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা মৃতের বাড়ি যাবেন বলে খবর। ক্ষতিপূরণের দিকটি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: গাছতলায় বিশ্রাম নিতে যাওয়া কাল হল, চোখ খোলার আগে পিষে দিল হাতি! আতঙ্কে থরথর করে কাঁপছে কুমারগ্রাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল