ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। লেপার্ডের হানায় জখমদের ফালাকাটা সুপার স্পেশালিটি এবং বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এলাকায় এদিন বিকেলে লেপার্ড ঢুকে উৎপাত শুরু করে। সামনে পাওয়া সাত এলাকাবাসীকে জখম করে। এলাকায় হুলুস্থূল লেগে যায়।
advertisement
বাকি গ্রামবাসীদের দিকেও তেড়ে যাচ্ছিল লেপার্ডটি। সেই সময় ক্ষুব্ধ জনতা পিটিয়ে মারতে শুরু করে লেপার্ডটিকে। কিছুক্ষন পর মারা যায় লেপার্ডটি। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। পরিবেশপ্রেমীরা ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তাঁদের মতে, বন দফতরে খবর দিয়ে নিজেদের নিরাপদ স্থানে থাকা জরুরি ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লেপার্ডটিকে গ্রামবাসীরা উত্যক্ত করেছে বলে পরিবেশপ্রেমীদের অভিযোগ। জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও ভি ভিকাশ জানান, “আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি লেপার্ড ঢুকে পড়েছিল। সাত জনকে আহত করেছে, তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেটিকে ইচ্ছাকৃত পিটিয়ে মারা হয়েছে নাকি আত্মরক্ষার জন্য পিটিয়ে মারা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। “






