বীরভূমের সিউড়ির তসরকাটা জঙ্গল থেকে সেই সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে বিষয়টি নজরে আনেন। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে যায়।
advertisement
হোটেল রুমে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন কী ভাবে? জেনে নিন ৫টি সহজ উপায়
স্থানীয়দের নজরে আসার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, জীবিত অবস্থায় একটি সদ্যোজাত শিশুকে এভাবে জঙ্গলে ফেলে দেওয়া হতে পারে। ঠিক সেই সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে পাশে পিকনিকে আসা কয়েকজন যুবক এগিয়ে আসেন, যার ফলেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নবজাতকটি।
ভিড়ের মধ্যেই পাশে পিকনিকে আসা একদল যুবক লক্ষ্য করেন, নবজাতকটির হাত-পা নড়ছে এবং সে জীবিত রয়েছে। এরপরই তাঁরা শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।
উদ্ধার করা নবজাতককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র (SNCU)-তে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
