আগামী বছরের ২৩শে জানুয়ারি নেতাজির জন্মদিনে এই ছবি অফিশিয়ালি পাবলিশ করতে চায় আসানসোলের মাধ্যমিক পরীক্ষার্থী এই শিল্পী। প্রসঙ্গত, চলতি বছরেই রাজ্যের আরও এক নাবালক খরগ্রামের বাসিন্দা সম্রাট কর, নেতাজির সবথেকে বড় ছবি একে বিশ্ব রেকর্ড করেছিল। তার আঁকা ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ২০ ফুট বাই ১৬ ফুট। তবে অপূর্ব দত্তের নতুন এই ছবি ভেঙ্গে দিয়েছে সম্রাট করের রেকর্ড।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! কনভেয়ার বেল্টে চার টুকরো ইস্পাত কর্মী!
নেতাজিকে সম্মান জানাতে বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি আঁকার পরিকল্পনা নিয়েছিল আসানসোলের এই নাবালক। তারপর নিজের বিভিন্ন সঙ্গীদের সহযোগিতায় এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছে অপূর্ব। তার এই সাফল্যে খুশি অপূর্বর পরিবার - পরিজন, প্রতিবেশী সকলেই। উল্লেখ্য, একটি চকের উপর একাধিক মূর্তি তৈরি করে আগেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছিল অপূর্ব দত্তর।
আরও পড়ুনঃ প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি হবে জ্বালানি, লক্ষ্য গ্রীন আসানসোল
তারপর নেতাজির ছবিতে সাফল্য এল বিশ্বের কাছেও। বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি আঁকার রেকর্ড এখন অপূর্ব দত্তের ঝুলিতে। অপূর্ব চায়, যে সংস্থা নেতাজির এই ছবি যথাযোগ্য সম্মান দিয়ে রাখতে পারবে, তাদের হাতেই এই ছবি তুলে দেওয়া হবে। এখানে উল্লেখ্য, অপূর্বর যে শৈল্পিক সত্তা রয়েছে, তার পিছনে কোন প্রথাগত প্রশিক্ষণ নেই। ইউটিউব এবং ইন্টারনেটের দৌলতেই সে এই সমস্ত কারুকলা শিখেছে। আর তারপর বানিয়ে চলেছে একের পর এক রেকর্ড।
Nayan Ghosh