দুর্গাপুরের বিধাননগর জোনাল মার্কেট এলাকার বাসিন্দা সঞ্জয় নন্দী। পেশায় তিনি ব্যবসায়ী। তার স্ত্রী সুস্মিতা। এই দম্পতির ছেলে অভিমন্যু। অভিমন্যুর মা জানিয়েছেন, তিনি ছোট থেকে কথায় কথায় ছেলেকে বিভিন্ন নাম বলতেন। তখন তিনি লক্ষ্য করেন, ছেলের প্রখর স্মৃতিশক্তি। এরপর দেশের বিভিন্ন রাজ্য, রাজ্যগুলির রাজধানী ইত্যাদি সম্পর্কে শিক্ষা দিতে থাকেন ছেলেকে। পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় ফল, ফুল, প্রতীকের নামও ছেলেকে বলতে শুরু করেন। আর মায়ের মুখের কথা শুনে তা নিজের মস্তিষ্ক গত করে ছোট্ট অভিমন্যু। বর্তমানে সে আরও অনেক নাম শিখেছে। যার মধ্যে রয়েছে দেশের বিভিন্ন দেশ এবং সেগুলির রাজধানীর নামও।
advertisement
আরও পড়ুন: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ! বাজারে এল ২ হাজার টন ইলিশ! এখুনি জানুন
আরও পড়ুন:
মাত্র ১০ মিনিটে ৯৮ টি নাম বলে দিতে পারে অভিমন্যু। সেই বিষয়ে একটি ভিডিও রেকর্ড করে অভিমন্যুর অভিভাবকরা তা পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কাছে। সেখান থেকেও সম্প্রতি এসেছে অ্যাপ্রিশিয়েশন লেটার, অর্থাৎ শংসাপত্র। তাছাড়াও এসেছে একটি মেডেল এবং কিছু উপহার। অভিমন্যুর বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, আদো আদো গলায় কথা বলছে ছোট্ট এই শিশু। গলায় মেডেল নিয়ে খেলা করতে ব্যস্ত সে। খুদের এই কীর্তিতে গর্বিত শহরবাসী। গর্বিত তার বাবা মা’ও।
Nayan Ghosh