এই খেলার নিয়ম ছিল একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু করে একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার পুরনো জায়গায় ফিরে আসা। মহিলাদের এই গাড়িগুলি যাত্রা শুরু করে বিধান নগরে টেনিস ক্লাব থেকে। তারপর দুর্গাপুর সিটি সেন্টার হয়ে মোট ২২ কিলোমিটার পথ অতিক্রম করে আবার টেনিস ক্লাবে সেই যাত্রা সম্পন্ন করে। এই যাত্রার সূচনা করেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি নন্দী। এই প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি বিভাগে তিন জন করে মোট নয় জনের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। এই প্রতিযোগিতার পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে কিছু সমাজ সচেতনতায় বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গাড়িগুলির মাধ্যমে ব্যানার, স্টিকার, লেখার মাধ্যমে দেওয়া হয়েছে তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকার বার্তা। বার্তা দেওয়া হয়েছে ড্রাগস থেকে দূরে থাকারও। আন্তর্জাতিক মহিলা দিবসে অংশগ্রহণ করতে পেরে খুশি সকল অংশগ্রহণকারীরা।
advertisement