TRENDING:

West Bardhaman News- মহিলা দিবস উপলক্ষে দুর্গাপুরে আয়োজন করা হল ওমেন্স কার রেস

Last Updated:

এই খেলায় অংশগ্রহণ করেছিলেন ৪৫ জন মহিলা। গাড়ি ছিল মোট ১৫ টি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- আন্তর্জাতিক নারী দিবসে দুর্গাপুরে এক বিশেষ কার র‍্যালি আয়োজন করেছিল দুর্গাপুরের একটি প্রতিষ্ঠিত ক্লাব। আজকের দিনটি শুধুমাত্র মহিলাদের জন্য লিখিত। তাই ক্লাবের সদস্যরা আজকের দিনটা উদযাপন করতে চেয়েছিলেন সম্পূর্ণ নিজেদের মতো করে। সঙ্গে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। দুয়ের মিশেলে দুর্গাপুরে বিশেষ এই কার র‍্যালির আয়োজন করা হয়েছিল। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন ৪৫ জন মহিলা। গাড়ি ছিল মোট ১৫ টি।
advertisement

এই খেলার নিয়ম ছিল একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু করে একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার পুরনো জায়গায় ফিরে আসা। মহিলাদের এই গাড়িগুলি যাত্রা শুরু করে বিধান নগরে টেনিস ক্লাব থেকে। তারপর দুর্গাপুর সিটি সেন্টার হয়ে মোট ২২ কিলোমিটার পথ অতিক্রম করে আবার টেনিস ক্লাবে সেই যাত্রা সম্পন্ন করে। এই যাত্রার সূচনা করেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি নন্দী। এই প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি বিভাগে তিন জন করে মোট নয় জনের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। এই প্রতিযোগিতার পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে কিছু সমাজ সচেতনতায় বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গাড়িগুলির মাধ্যমে ব্যানার, স্টিকার, লেখার মাধ্যমে দেওয়া হয়েছে তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকার বার্তা। বার্তা দেওয়া হয়েছে ড্রাগস থেকে দূরে থাকারও। আন্তর্জাতিক মহিলা দিবসে অংশগ্রহণ করতে পেরে খুশি সকল অংশগ্রহণকারীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- মহিলা দিবস উপলক্ষে দুর্গাপুরে আয়োজন করা হল ওমেন্স কার রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল