তবে শর্তাধীন জামিনে কিছুটা বদল হয়েছে। যা নিদেন পক্ষে স্বস্তির হয়েছে লতিফের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর কেন্দ্র করে নতুন শর্তে জামিন দেওয়া হয়েছে আব্দুল লতিফকে।
উল্লেখ্য, আগের শুনানির দিন সকাল সকাল আসানসোল এর বিশেষ সিবিআই আদালতে হাজির হয়েছিলেন আব্দুল লতিফ। কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর জন্য, সেখানে শোক দিবস পালন করা হয়েছে। ফলে কোনও বিচার পর্ব হয়নি। তাই খালি হাতে ফিরে যেতে হয়েছিল লতিফকে।
advertisement
তারপরে এদিন সোমবার আব্দুল লতিফ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল সেই মত আদালতে হাজির হয়েছিলেন লতিফ। তবে আব্দুল লতিফকে যে জামিন বিশেষ সিবিআই আদালত দিয়েছিল, সেই নির্দেশ এদিনও বহাল রাখা হয়েছে।
এই বিষয়ে আব্দুল লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানিয়েছেন, আগের শুনানির সময় লতিফকে তিনদিন পর পর সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, লতিফের উপর কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তেমনভাবেই লতিফকে তদন্তের জন্য সিবিআই এর সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে
আরও পড়ুন, এসি-কুলারের দাম অনেক! গরমে ঘরে রেখে দিন এই ফ্যান, ঘর ঠান্ডা হবে কয়েক মিনিটে
আরও পড়ুন, ‘বিমানের টিকিট কাটব কীভাবে, নেটই তো নেই!’ আতঙ্কে মণিপুরে থাকা বাঙালি পড়ুয়ারা
এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত আব্দুল লতিফকে চারদিন অন্তর সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দিয়েছে।
Nayan Ghosh