TRENDING:

Paschim Bardhaman: উপনির্বাচনের মুখে পৌরসভা এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বাইরে থেকে আনা ট্যাঙ্কারে

Last Updated:

বাড়ছে নির্বাচনের উত্তাপ। তাপমাত্রার পারদ বাড়ছে। এমত অবস্থায় জল সরবরাহকারী ট্যাঙ্কার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আসানসোল পৌরসভা এলাকায়। অভিযোগ উঠেছে, আসানসোল পুরসভা এলাকায় বাইরের পুরসভা থেকে ট্যাঙ্কার নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: উপনির্বাচনের মুখে নতুন বিতর্ক আসানসোলে। আসন্ন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। বাড়ছে নির্বাচনের উত্তাপ। তাপমাত্রার পারদ বাড়ছে। এমত অবস্থায় জল সরবরাহকারী ট্যাঙ্কার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আসানসোল পৌরসভা এলাকায়। অভিযোগ উঠেছে, আসানসোল পুরসভা এলাকায় বাইরের পুরসভা থেকে ট্যাঙ্কার নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। যা নতুন ইস্যু তৈরি করেছে বিরোধীরা। অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের দিকে। এই গরমের শুরুতেই জল সরবরাহকারী ট্যাঙ্কার কেন বাইরে থেকে আনতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাশাপাশি স্থানীয়রা বলছেন, তারা চান এলাকায় থাকা কল গুলির মাধ্যমে পানীয় জল পেতে কারণ এখনও ক্যালেন্ডার হিসেবে গ্রীষ্মকাল শুরু হয়নি। তাই তার আগে থেকে এই ভাবে যদি জল সরবরাহে বিঘ্ন হয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে তারা দাবি করছেন। যদিও আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জল সরবরাহের ক্ষেত্রে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য বাইরে থেকে ট্যাঙ্কার নিয়ে জল সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য আসানসোল, কুলটি সহ সংলগ্ন এলাকায় জল সরবরাহের সমস্যা মেটাতে বহু টাকা ব্যয় করে একটি জল প্রকল্প তৈরি করা হয়। জল প্রকল্প তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে খবর। যে জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় থাকা কলগুলিতে জল আসছে না। তা নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ। অন্যদিকে জল ট্যাঙ্কার কেন অন্যান্য পুরসভা থেকে আনতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জল প্রকল্পের পাম্পের মোটর পুড়ে যাওয়ার ফলে কিছুটা সমস্যা তৈরি হয়েছিলl পাশাপাশি জল সরবরাহকারী পাইপলাইন গুলির ভালভে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যদিও সেই সমস্যাগুলি মিটিয়ে ফেলা হয়েছে। এবার স্বাভাবিক জল পরিষেবা পাবেন শহরের মানুষ। কিন্তু উপনির্বাচনের মুখে বাইরে থেকে জল ট্যাঙ্কার আনার ঘটনায় নতুন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আসানসোল পুরসভা এলাকায়।
advertisement

Nayan Ghosh

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: উপনির্বাচনের মুখে পৌরসভা এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বাইরে থেকে আনা ট্যাঙ্কারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল