সবলা মেলার পসরা সেজেছে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিস দিয়ে। সবলা মেলার উদ্দেশ্য, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে সমস্ত জিনিস তৈরি করছেন, তা বাজারজাত করা। যাতে মানুষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের সম্ভার এক ছাতার তলায় পেয়ে যান, তার জন্য এই উদ্যোগ। আসানসোলের ইসমাইলে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে রাজ্য সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে দুর্গাপুর সিটিসেন্টার চতুরঙ্গ ময়দানে আয়োজিত হয়েছে খাদি মেলা। এই মেলার উদ্বোধন করেছেন রাজ্যের অপর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। (West Bardhaman News)
advertisement
আসানসোলের ইসমাইলে সবলা মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী মলয় ঘটক। প্রদীপ প্রজ্বলন করে সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে (West Bardhaman News)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সবলা মেলা শুরু হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র এই সবলা মেলায় তুলে ধরা হয়েছে। এই সবলা মেলায় মন্ত্রী মলয় ঘটক ছাড়াও, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে খাদি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেছেন রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আধিকারিক ও কর্মীরা। এই বছর খাদি মেলা দুর্গাপুরে চতুর্থবার অনুষ্ঠিত হল। ১২ দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার যার শেষ দিন। মেলায় ভিন রাজ্য ও জেলা থেকে প্রায় ৯০ টি খাদি শিল্পী তাঁদের শাড়ি, বস্ত্র ও বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। জম্মু - কাশ্মীর ও দিল্লি থেকেও শিল্পীরা যোগ দিয়েছেন এই মেলায়।
Nayan Ghosh






