TRENDING:

West Bardhaman News: বিনা নোটিশে কাজ হারালেন ইসিএলের প্রায় বারোশো নিরাপত্তা কর্মী

Last Updated:

দীর্ঘ প্রায় ২০ - ৩০ বছর ধরে নিজেদের দায়িত্ব পালন করার পর, সংস্থার কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কিছুতেই সহজে মেনে নিতে পারছেন না ওই সমস্ত নিরাপত্তা কর্মীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : বিনা নোটিশে কাজ হারালেন প্রায় বারোশো নিরাপত্তা কর্মী (Security Job)। কোনওরকম আগাম সূচনা ছাড়া কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বেসরকারি ওই নিরাপত্তা কর্মীদের (West Bardhaman News), যারা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিভিন্ন কোলিয়ারি এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন (Eastern Coalfield Limited)। হঠাৎ করেই কাজ হারিয়ে মাথায় হাত ওই সমস্ত নিরাপত্তা কর্মীদের। কোন রকম নোটিশ ছাড়া শুক্রবার থেকে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
ইসিএলের সোনপুর বাজারি  এলাকায় বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের।
ইসিএলের সোনপুর বাজারি এলাকায় বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের।
advertisement

দীর্ঘ প্রায় ২০ - ৩০ বছর ধরে নিজেদের দায়িত্ব পালন করার পর, সংস্থার কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কিছুতেই সহজে মেনে নিতে পারছেন না ওই সমস্ত নিরাপত্তাকর্মীরা। তাই কোনওরকমে উপায় না পেয়ে, বাধ্য হয়ে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের গেটের সামনে ধরনায় বসেছেন তারা (Asansol News)। হুঁশিয়ারি দিয়েছেন, কাজ ফিরে না পেলে পরিবার-পরিজনসহ অনশনে বসবেন।

advertisement

জানা গিয়েছে, শুক্রবার থেকে পশ্চিম বর্ধমানের (West Bardhaman News) ইসিএলের বিভিন্ন এলাকায় কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। সোনপুর বাজারি খোলামুখ খনি, বাকোলা, ঝাঁঝরা এলাকাগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় দশটি এরিয়ার নিরাপত্তা কর্মীদের কাজ চলে গিয়েছে শুক্রবার (ECL)। তারপর থেকেই ধরনায় বসেছেন নিরাপত্তারক্ষীরা।

advertisement

নিরাপত্তারক্ষীরা বলছেন, এদিন সকালে তারা রুটিন মতো কাজে যোগ দিতে এসে দেখেন, তাদের কাজ চলে গিয়েছে। এর জন্য আগাম কোনরকম নোটিশ দেওয়া হয়নি। দীর্ঘ ২০ - ৩০ বছর ধরে তারা বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজের জন্য ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সঙ্গে যুক্ত রয়েছেন। করোনা অতিমারির সময় জীবন বাজি রেখে তারা কাজ করে গিয়েছেন (Covid Pandemic)। কিন্তু হঠাৎ করেই তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হল।সংস্থার এই সিদ্ধান্তের জন্য তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি করছেন ওই সমস্ত নিরাপত্তারক্ষীরা। তাই অবিলম্বে কাজ ফিরিয়ে না দিলে পরিবার-পরিজনকে নিয়ে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

advertisement

View More

অন্যদিকে, এই ব্যাপারে ইসিএলের এক আধিকারিক বলছেন, বিষয়টি ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই সমস্ত নিরাপত্তাকর্মীরা যে সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এখানে কাজ করতেন, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সে জন্যই নিরাপত্তারক্ষীরা কাজ হারিয়েছেন। তবে বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আলোচনা চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিনা নোটিশে কাজ হারালেন ইসিএলের প্রায় বারোশো নিরাপত্তা কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল