TRENDING:

West Bardhaman News: কুনুর সেতুর সংস্কারের জন্য বন্ধ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল

Last Updated:

কুনুর সেতু সংস্কারের কাজ চালায় পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ, ভোগান্তির শিকার স্থানীয়রা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: হটাৎ করে বদলে গিয়েছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের ছবিটা। দার্জিলিং মোড় থেকে লাগাতার লরি, ডাম্পার, বাসের যাতায়াত নেই। নেই কর্কশ হর্নের শব্দ, দেখা নেই যাত্রীদের। বাস কর্মীদের গলায় সিউড়ি, বোলপুর, মুর্শিদাবাদ, বহরমপুর হাঁক শোনা যাচ্ছে না। এর কারণটা কী? কেন হঠাৎ এমন বদল? রাজ্য সড়ক ধরে এগতে এগোতে আরও শুনশান চেহারা ফুটে উঠছে। রাস্তার পাশের চায়ের দোকান, পাইস হোটেল সব শুনশান। বেশ মনমরা চেহারা হোটেলের মালিক থেকে কর্মচারীদের। কারণ কুনুর সেতু সংস্কারের কাজ চলায় পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেতু সংস্কারে চলবে কাজ। ফলে ততদিন এই পথ দিয়ে কোন‌ও যানবাহন চলবে না।
advertisement

আরও পড়ুন: করম উৎসবে পুরুলিয়ার ছৌ মিলে গেল নদিয়ার ঝুমুর নাচের সঙ্গে

যান চলাচল বন্ধ রাখার জন্য পশ্চিম বর্ধমানের এই রাস্তার মাঝখানে বড় বড় বোল্ডার রেখে দেওয়া হয়েছে। যাতে বাইক চালকরা ছাড়া কেউ যাতায়াত করতে না পারেন। স্থানীয় পাঁচটি গ্রামের বাসিন্দাদের অসুবিধাকে নজরে রেখে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে কুনুর সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য। এদিকে বনকাটি, ১১ মাইল এলাকাতে আরও বোল্ডার ব্যারিকেড দেওয়া হয়েছে। বনকাটির এই রাস্তা দিয়েই বাস, ডাম্পার, লরি এবং ছোট গাড়ি যাতায়াত করে। কুনুর সেতুর বেহাল অবস্থা। ফাটল দেখা গিয়েছে। মেরামত না করলে যেকোন‌ও সময় সেতু ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই দেরি না করে সেতু সংস্কারের কাজে হাত দিয়েছে প্রশাসন।

advertisement

View More

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম হল পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক। স্বাভাবিক অবস্থায় কুনুর সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার ডাম্পার, লরি, বাস যাতায়াত করে। তাই দ্রুততার সঙ্গে এই সেতু মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোরকদমে চলছে সেতু মেরামতির কাজ। এদিকে রাস্তা বন্ধ করে কাজ চালায় স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কারবার মার খাচ্ছে। তবে তাঁরা বুঝেছেন দ্রুত সেতু সারাই না হলে ভবিষ্যতে তাঁদের আরও বড় লোকসানের মুখে পড়তে হত। সকলেই ভবিষ্যৎ সুবিধার কথা ভেবে এই সাময়িক অসুবিধাকে মেনে নিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: কুনুর সেতুর সংস্কারের জন্য বন্ধ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল