আরও পড়ুন: করম উৎসবে পুরুলিয়ার ছৌ মিলে গেল নদিয়ার ঝুমুর নাচের সঙ্গে
যান চলাচল বন্ধ রাখার জন্য পশ্চিম বর্ধমানের এই রাস্তার মাঝখানে বড় বড় বোল্ডার রেখে দেওয়া হয়েছে। যাতে বাইক চালকরা ছাড়া কেউ যাতায়াত করতে না পারেন। স্থানীয় পাঁচটি গ্রামের বাসিন্দাদের অসুবিধাকে নজরে রেখে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে কুনুর সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য। এদিকে বনকাটি, ১১ মাইল এলাকাতে আরও বোল্ডার ব্যারিকেড দেওয়া হয়েছে। বনকাটির এই রাস্তা দিয়েই বাস, ডাম্পার, লরি এবং ছোট গাড়ি যাতায়াত করে। কুনুর সেতুর বেহাল অবস্থা। ফাটল দেখা গিয়েছে। মেরামত না করলে যেকোনও সময় সেতু ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই দেরি না করে সেতু সংস্কারের কাজে হাত দিয়েছে প্রশাসন।
advertisement
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম হল পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক। স্বাভাবিক অবস্থায় কুনুর সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার ডাম্পার, লরি, বাস যাতায়াত করে। তাই দ্রুততার সঙ্গে এই সেতু মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোরকদমে চলছে সেতু মেরামতির কাজ। এদিকে রাস্তা বন্ধ করে কাজ চালায় স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কারবার মার খাচ্ছে। তবে তাঁরা বুঝেছেন দ্রুত সেতু সারাই না হলে ভবিষ্যতে তাঁদের আরও বড় লোকসানের মুখে পড়তে হত। সকলেই ভবিষ্যৎ সুবিধার কথা ভেবে এই সাময়িক অসুবিধাকে মেনে নিয়েছেন।
নয়ন ঘোষ