বরাবরের মত এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। অর্থাৎ বাংলা মিডিয়ামের পড়ুয়াদের জন্য বাংলা ভাষা পরীক্ষা এবং হিন্দি মিডিয়াম স্কুলের পড়ুয়াদের জন্য ছিল হিন্দি ভাষা পরীক্ষা। এছাড়াও ইংরেজি সাঁওতালি উর্দু নেপালি যাদের প্রথম ভাষা সেই সব পড়ুয়াদের জন্য সংশ্লিষ্ট ভাষাগুলির পরীক্ষা ছিল। এদিন সকাল সাড়ে আটটার পর থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে পড়ুয়া ও অভিভাবকরা জড়ো হতে শুরু করে। কারণ সংসদের নির্দেশ অনুযায়ী সকাল ৯ টা থেকে প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষা করে পরীক্ষাকেন্দ্রে ঢোকানো শুরু হওয়ার কথা ছিল। সেই নির্দেশিকা মেনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের সব কিছু হয়েছে।
advertisement
আরও পড়ুন: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপরই ঘটল ম্যাজিক! অদ্ভুতভাবে সেই কচ্ছপ পেল বন দফতর
এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে সতর্ক আছে জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশকে বলে দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া সমস্যায় পড়লে তৎক্ষণাৎ তাদের সবরকম সাহায্য করতে হবে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রশ্নপত্র ফাঁস ও নকল হওয়ার রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জেলার বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। সেখানে রয়েছে মেটাল ডিটেক্টর। মোবাইল ফোন সহ যেকোনরকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ পরীক্ষার্থীদের।
নয়ন ঘোষ