কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হঠাৎ রেজিস্ট্রারকে বরখাস্ত করার পর থেকেই এই ঝামেলার সূত্রপাত। উপাচার্য সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপক তাঁর ইস্তফার দাবি তোলেন। শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের মধ্যেই একযোগে বিশ্ববিদ্যালয়ের ২২ জন অধ্যাপক বিভিন্ন বিভাগ থেকে পদত্যাগ করেন। যা আসানসোলের এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
advertisement
এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল এক অন্য ছবি। খোলা আকাশের নিচে পালন করা হল বিশ্ব কবিতা দিবস। প্রতিবাদের ভাষা হয়ে উঠল কবিতা। পড়ুয়াদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে কবিতা পাঠ করলেন অধ্যাপকরা।
এই আয়োজন প্রসঙ্গে অধ্যাপকরা জানান, বিশ্ব কবিতা দিবস উপলক্ষে পড়ুয়াদের নিয়ে খোলা আকাশের নিচে কবিতা পাঠের ব্যবস্থা করা হয়। কবিতা মানুষের কাছে কখনও ভালোবাসার ভাষা, কখনও রাগের ভাষা, কখনও ঘৃণার ভাষা। আবার সেই কবিতা প্রতিবাদের ভাষাও বটে। তাই কবিতা দিবসের পঠন পাঠন হওয়া উচিৎ খোলা আকাশের নিচে। আয়োজনের সঙ্গে যুক্ত অধ্যাপকরা জানান, এই ভাবনা মাথায় রেখেই তাঁরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে পড়ুয়াদের নিয়ে কবিতা পাঠের ব্যবস্থা করেন।
বিশ্ববিদ্যালয়ের অশান্তির মধ্যে এইভাবে কবিতা দিবস পালিত হওয়ায় খুশি সকলেই।
নয়ন ঘোষ





