কিন্তু করোনা পরিস্থিতির জন্য শুরু করা যায়নি ক্লাস। তবে এই মুহূর্তে সংক্রমণ আয়ত্তে চলে আসায় পথ চলা শুরু করল রাজ্যের তৃতীয় স্টেট লেবার ইনস্টিটিউশন (West Bardhaman News)। আসানসোলের শ্রমিক ভবনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে কোচিং। আসানসোল শাখার উদ্বোধন করেছেন সংস্থার অধিকর্তা সন্দীপ নন্দী। শুক্রবার হয়েছে ইনস্টিটিউশন এর উদ্বোধন। আর এদিন থেকেই পথ চলা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। কারিগরি শিক্ষা দফতরের অধীনে চলা স্টেট লেবার ইনস্টিটিউটে আপাতত হিউম্যান রিসোর্স এবং লেবার ওয়েলফেয়ারে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করানো হবে। কোর্সটির মেয়াদ হবে এক বছর। এক বছরের জন্য শিক্ষার্থীদের বার্ষিক আট হাজার টাকা ফি দিতে হবে। এই সংস্থান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারীরা বিভিন্ন কারখানা এবং সংস্থায় লেবার ওয়েলফেয়ার অফিসার পদে চাকরির সুযোগ পাবেন (West Bardhaman News)।
advertisement
এই কোর্স করার ফলে শিল্পাঞ্চলের ছেলেমেয়েদের কাছে এক নতুন দিগন্ত খুলে যাবে। কর্ম সংকট থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন অনেকেই। এক বছরের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট হবে রাজ্য কারিগরি শিক্ষা দফতরের অনুমোদনপ্রাপ্ত। ফলে যে সমস্ত শিক্ষার্থীরা এই কোচিং নেবেন, তারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে নানান সুবিধা লাভ করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিম বর্ধমান আসানসোল সংস্থার অধিকর্তা সন্দীপ নন্দী। সঙ্গে ছিলেন ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত সহ অধিকর্তা চন্দ্রচূড় পান, কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অনুজ চক্রবর্তী। এ ব্যাপারে সংস্থার অধিকর্তা সন্দীপ নন্দী বলেন, "এই কোর্সটি পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দফতরের অনুমোদন প্রাপ্ত। কলকাতা, শিলিগুড়ির পর আসানসোলে এই কেন্দ্র চালু হল। বছর দুয়েক আগে মন্ত্রী মলয় ঘটক এই কেন্দ্রের অনুমোদন করেন। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য ক্লাস শুরু করা যায় নি। আজ শুক্রবার থেকে তা শুরু হল।" তিনি আরও বলেন, এখন শ্রমিক ভবনে এই কেন্দ্র চলবে। (West Bardhaman News)
জানা গিয়েছে, আসানসোল কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক অনুজ চক্রবর্তী এই কেন্দ্রের দায়িত্বে থাকবেন। আজ শুক্রবার থেকে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে ভর্তি হওয়া ১৫ জন ছাত্র ছাত্রী নিয়ে কোচিং শুরু হয়েছে। আগামী দিনে আরও পড়ুয়ারা এই প্রতিষ্ঠানে কোর্স করার সুযোগ পাবেন। যা কর্ম সংকট মেটাতে আরও সুবিধা দেবে। যা শিল্পাঞ্চল এবং আশপাশের জেলাগুলির ছেলেমেয়েদের পক্ষে অনেক লাভজনক হবে।
Nayan Ghosh






