উল্লেখ্য, গ্রামের পাশে দামোদর নদের তিন নম্বর ক্যানেলের জল থেকে জলেশ্বর বাবাকে পাওয়া যায়। ২০০৫ সালে গ্রামের বটতলায় জলেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই প্রতিবছর এখানে মহাসমারোহে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি উপলক্ষে রাস্তায় চলে আলপনা আঁকার প্রতিযোগিতা। প্রায় ২৭০ মিটার রাস্তা জুড়ে আলপনা আঁকা হয়। এদিন কলস যাত্রার মাধ্যমে জল তুলে গ্রাম প্রদক্ষিণ করে শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়। কলস যাত্রাকে ঘিরে গ্রামের সকল মানুষের উৎসাহ চোখে পড়ার মতো থাকে।
advertisement
এই বিষয়ে পরিচালনার দায়িত্বে থাকা ক্লাবের সভাপতি গোপিনাথ সরকার জানিয়েছেন, "গ্রামের সব মানুষের সহযোগিতায় এই পুজো দিন দিন আরও বড়ো আকার ধারণ করছে। দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় মাপের পুজো কোথাও হয় বলে আমার মনে হয় না। এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি।"
Location :
First Published :
March 01, 2022 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- মহিলাদের কলস যাত্রা আর নাচগানে জাঁকজমক জলেশ্বর মন্দিরের শিবরাত্রি