TRENDING:

Paschim Bardhaman: আগ্নেয়াস্ত্র দেখিয়ে জেলায় ফের ডাকাতি, এবার রানীগঞ্জ

Last Updated:

ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা জেলায়। অন্ডালের পর এবার ডাকাতি রানীগঞ্জে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তিন জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় একটি বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান : ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা জেলায়। অন্ডালের পর এবার ডাকাতি রানীগঞ্জে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তিন জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় একটি বাড়িতে। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের দল বাড়ি থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। অভিযোগ এমনটাই। রানীগঞ্জ এর বল্লভপুর এলাকার নপুর মাঝিপাড়া এলাকার নতুন কলোনিতে এই ডাকাতির ঘটনা হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে এই হামলা চালিয়েছে। সকলের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। সকলের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। হঠাৎ করেই বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে তারা। এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। পাশাপাশি তারা বলছেন, নতুন কলোনি এলাকাটি অপেক্ষাকৃত অনেক ফাঁকা। তাই সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। সেই জন্য এলাকার মানুষ নতুন কলোনি এলাকায় নিরাপত্তার দাবি জানিয়েছেন। সকলেই বলছেন এলাকাটি ফাঁকা হওয়ার দরুন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রসঙ্গত দুদিন আগেই অন্ডালে দুঃসাহসিক ডাকাতির ঘটনা হয়েছে এক প্রাক্তন রেলকর্মীর বাড়িতে। সেখানেও গভীর রাতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়িতে ব্যাপক লুটপাট চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জেলায় আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, পরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় কিছুটা অস্বস্তিতে পুলিশ প্রশাসন। মানুষজন বলছেন, পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে এই ডাকাতি চক্রকে দমন করার জন্য।
advertisement

Nayan Ghosh

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: আগ্নেয়াস্ত্র দেখিয়ে জেলায় ফের ডাকাতি, এবার রানীগঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল